ভারতীয় গ্রাহকদের জন্য আলাদা নিয়ম রাখে হোয়াটসঅ্যাপ! নতুন প্রাইভেসি পলিসি নিয়ে আদালতে সরকার।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: ভারতীয় গ্রাহকদের জন্য আলাদা নিয়ম রাখে হোয়াটসঅ্যাপ! হোয়াটসঅ্যাপ ইউরোপীয় গ্রাহকদের জন্য যে নিয়ম বেঁধে দিয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য সেই নিয়ম করা হয়নি।হোয়াটসঅ্যাপ এর নতুন গোপনীয়তা নীতি (‌প্রাইভেসি পলিসি)‌ সংক্রান্ত মামলায় দিল্লি হাইকোর্টকে  একথাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার । সরকারের তরফে বলা হয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য বরাবরই আলাদা ব্যবস্থা রাখে এই মেসেজিং প্ল্যাটফর্ম। কেন্দ্র এই নয়া প্রাইভেসি পলিসি ভারতীয়দের জন্য প্রযোজ্য না করার কথাই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে জানিয়েছে।

আরও পড়ুনঃ বাংলার পদ্মশ্রী, জাতীয় সন্মানে বাংলার নারায়ণ-মৌমা সহ আরও ৭

তুঙ্গে উঠেছে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক। গ্রাহকদের রোষের ফলে নতুন ডেটা শেয়ারিং তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। যা ৮ ফেব্রুয়ারি থেকে চালু হওয়ার কথা ছিল। নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্কের মুখে হোয়াটসঅ্যাপকে চিঠি দিয়ে সরকারের তরফে জানানো হয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য এই নতুন পলিসি বন্ধ করা হোক।

দেশের গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপে তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা কতটা, সেটাও সবিস্তারে জানানো হোক। হোয়াটসঅ্যাপ সিইও উইল ক্যাথকার্টকে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে একগুচ্ছ প্রশ্ন পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন প্রাইভেসি পলিসি চালু হলে ভারতীয় গ্রাহকদের সুরক্ষা কতটা থাকবে তা নিশ্চিত করা হোক।

ভারতীয় গ্রাহকদের জন্য আলাদা নিয়ম রাখে হোয়াটসঅ্যাপ! চৈতন্য রোহিল্লা নামক এক আইনজীবী হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের কাছে আবেদন পেশ করে তিনি জানান, “যতদিন পর্যন্ত ‘‌পার্সোনাল প্রোটেকশন বিল’‌ পাশ না হচ্ছে, ততদিন হোয়াটসঅ্যাপ যেন তাদের নয়া প্রাইভেসি পলিসি ব্যবহার করার সুযোগ না পায়।”

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বালুরঘাটে শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি-সহ অনেকে

বালুরঘাটে শাসক দলে ভাঙন, সুকান্তের হাত ধরে বিজেপিতে তৃণমূলের বুথ সভাপতি-সহ অনেকে

ভোটের মাত্র এক সপ্তাহ আগে সেখানেরই বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বালুরঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বুথ সভাপতি রঞ্জিত সরকার-সহ প্রায় ৩০-৪০ জন জোড়াফুল কর্মী।
প্রথম দফায় নজির গড়ল বাংলা, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান এরাজ্যে, বিকেল ৫ টা পর্যন্ত কোথায় কত?

প্রথম দফায় নজির গড়ল বাংলা, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান এরাজ্যে, বিকেল ৫ টা পর্যন্ত...

নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, শুক্রবার প্রথম দফার ভোটে বিকেল ৫ টা পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে কোচবিহারে, ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫.৩৩ শতাংশ, জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস্যা নেই, সাফ জানালেন রোহিত

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস্যা নেই, সাফ জানালেন রোহিত

আমি সব সময় খেলতে আগ্রহী। দুই দেশের মধ্যে ক্রিকেট যুদ্ধ তখন দেখার মতো হবে। আমরা ওদের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে খেলেছি। নিছক ক্রিকেটীয় ভিত্তিতে বলছি, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস‌্যা নেই।”
দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির 'সাজানো' ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির ‘সাজানো’ ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর ইন্ধনেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের। তাঁরা উদয়নের গাড়ি আটকে দিলেন।
সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

উত্তরবঙ্গের (North Bengal) উপরের কয়েকটি জেলায় যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িটে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের নীচের তিন জেলায় মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

Lifestyle and More...