শনিতেও হলুদ ধাতুর পারা পতন, একমাসে সর্বনিম্ন সোনার দর

নজরবন্দি ব্যুরো: ফের দাম কমল সোনার। চলতি সপ্তাহে পর পর দাম কমছে সোনার। জামাইষষ্ঠীর পর ফের সোনার দামের পারা পতন। শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১১০ টাকা। হলুদ ধাতুর দাম কমে আসায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের। জেনে নিন আজ (২৭ মে) কলকাতায় হলুদ ধাতুর দাম কত যাচ্ছে? যদিও সোনার দাম কমলেও রুপোর দাম কমেনি।

আরও পড়ুন: জামাইষষ্ঠীতে প্রচুর সস্তা হল সোনা, লক্ষ্মীবারে মুখে হাসি ক্রেতাদের

১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬ হাজার ৬০ টাকা।
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৮ হাজার ৪৮০ টাকা।
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬০ হাজার ৬০০ টাকা।
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬ লক্ষ ৬ হাজার টাকা।

শনিতেও হলুদ ধাতুর পারা পতন, কলকাতায় কত যাচ্ছে সোনার দর

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫ হাজার ৫৫৫ টাকা।
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৪ হাজার ৪৪০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৫ হাজার ৫৫০ টাকা।
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা।

শনিতেও হলুদ ধাতুর পারা পতন, কলকাতায় কত যাচ্ছে সোনার দর
শনিতেও হলুদ ধাতুর পারা পতন, কলকাতায় কত যাচ্ছে সোনার দর

গত বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিনে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছিল ৪৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছিল ৫০০ টাকা। কলকাতায় পরপর তিনদিন সোনার দাম কমেছে। গত এক মাসে সর্বনিম্ন হলুদ ধাতুর দর। পরিসংখ্যান বলছে, রেকর্ড দরের থেকে ১ হাজার ৬৫০ টাকা সস্তা হয়েছে সোনা। সোনার দাম কমলেও রুপোর দাম একই রয়েছে। শনিবার শহরে এক কেজি রুপোর দাম ৭২ হাজার ৯০০ টাকা।

শনিতেও হলুদ ধাতুর পারা পতন, কলকাতায় কত যাচ্ছে সোনার দর

শনিতেও হলুদ ধাতুর পারা পতন, কলকাতায় কত যাচ্ছে সোনার দর
শনিতেও হলুদ ধাতুর পারা পতন, কলকাতায় কত যাচ্ছে সোনার দর