মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে হু হু করে কমছে সোনার দাম।

নজরবন্দি ব্যুরো: মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে হু হু করে কমছে সোনার দাম। বাজেটের দিন সেনসেক্সের মতোই চাঙ্গা ছিল সোনার দাম। নির্মলা সীতারমনের বাজেটে মূল্যবান ধাতুর বহিঃশুল্ক বাদ দেওয়ার পরদিনই ২ রা ফেব্রুয়ারি সোনার দাম হু হু করে পড়তে থাকল। এদিন কলকাতা সহ দেশের বাকি রাজ্যগুলিতেও পড়েছে সোনার দাম। পাশাপাশি রুপোর দামও অনেকটাই পড়েছে।
আরও পড়ুনঃ বারুইপুরের সভার পরই জরুরি তলবে আজ দিল্লি যাচ্ছেন শুভেন্দু।
বিয়ের মরশুমে তাই হাসি ফুটেছে মধ্যবিত্তদের মুখে। মঙ্গলবার ২ ফেব্রুয়ারি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দর অনেকটাই পড়েছে। এদিন ১০ গ্রামে সোনার দাম ০.৬ শতাংশ কমেছে। ফলে সোনার দামে বহিঃশুল্কের বোঝা কমিয়ে স্বর্ণব্যবসায়ীদের সুবিধা করতে চেয়ে নির্মলার পদক্ষেপের পরই দেখা গেছে, ভারতের ঘরোয়া বাজারে সোনার দামে উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের।
রুপোর দাম এদিন এক কেজিতে ২ শতাংশ কমেছে। ফলে ১ কেজি রুপোর দাম ২ ফেব্রুয়ারি দাঁড়িয়েছে ৭২,০০৯ টাকা প্রতি কেজি। ২২ ক্যারেটে সোনার দাম আজ কলকাতায় দাঁড়িয়েছে ৪৮,১৬০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম সেখানে ৫২,২৮০ টাকা দাঁড়িয়েছে। এদিন দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,১৬০ টাকা।
২৪ ক্যারেটে দাম ৫২,২৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৪৬০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৯,৪৬০ টাকা। চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৯৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০,৭১০ টাকা।