নজরবন্দি ব্যুরোঃ নতুন ক্লাব আল নাসেরের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি সুপার কাপ থেকে বিদায় নিল আল নাসের। বৃহস্পতিবার রাতে আল ইত্তিহাদের কাছে ১-৩ ব্যবধানে হেরে গেল তারা। শুধু তাই নয়, ম্যাচের পর সরাসরি রোনাল্ডোকেই হারের পিছনে দায়ী করেছেন কোচ রুডি গার্সিয়া।
আরও পড়ুনঃ অধরা কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম, বিদায় বেলায় কেঁদে ফেললেন সানিয়া
সব মিলিয়ে, সৌদিতে জীবন কঠিন হয়ে উঠতে শুরু করেছে রোনাল্ডোর কাছে। ম্যাচে গোল করার একাধিক সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। তার মধ্যে ‘সিআর সেভেন’-এর একটি হেড সোজা চলে যায় গোলকিপার মার্সেলোর হাতে। গার্সিয়ার মতে ওই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে ম্যাচের ফলাফল হয়তো অন্যরকম কিছু হলেও হতে পারত। কোচ গার্সিয়া বলেছেন, ”প্রথমার্ধে ক্রিশ্চিয়ানোর গোল নষ্ট ম্যাচের উপর প্রভাব ফেলে।”

ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময়ে রোনাল্ডো গোলের সুযোগ নষ্ট করেন। পর্তুগিজ তারকার হেড মার্সেলো বাঁচানোর অব্যবহিত পরেই আল ইত্তিহাদ ২-০ করেন। গার্সিয়া বলেন, ”আল ইত্তিহাদকে অভিনন্দন জানাই। আমাদের থেকে ভাল প্রথম হাফ উপহার দিয়েছে ওরা। তবে আমরা দ্বিতীয় হাফটা ভাল খেলেছি। তবে দুর্ভাগ্যক্রমে আমরা জিততে পারিনি। সুপার কাপ আর আমরা জিততে পারব না। এর জন্য আক্ষেপ থাকবে আমাদের। তবে লিগে এখনও আমরা শীর্ষে।”
এদিকে এই ম্যাচ হেরে মাঠ ছাড়ার সময় রোনাল্ডোকে উদ্দেশ্য করে কটাক্ষ করলেন একদল সমর্থক। সৌদি সুপার কাপ থেকে আল নাসের ছিটকে যেতেই, পর্তুগালের মহাতারকাকে ‘মেসি…মেসি’ আওয়াজ শুনতে হল! সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। অবশ্য কটাক্ষ লিওনেল মেসির নাম নিয়ে তাঁর কটাক্ষ শোনা খুবই স্বাভাবিক।
সুপার কাপে হার আল নাসেরের, গোলহীন রোনাল্ডো কটাক্ষের শিকার
কারণ আল নাসেরের হয়ে দুটি ম্যাচ খেলে ফেললেও, রোনাল্ডো যে এখনও গোল করতেই পারলেন না! এদিকে দলের কোচও আবার তাঁর সমালোচনা করে বসলেন। তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে, সৌদির ফুটবল সহজ নয়। এমন হারের পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে রোনাল্ডোকে কটাক্ষ করা হচ্ছে। কোচ তাঁর পারফরম্যান্স নিয়ে পোস্টমর্টেম করেছেন। ফলে তাঁর চাপে থাকা স্বাভাবিক। এমন পরিস্থিতিতে রোনাল্ডো কবে তাঁর ফর্ম ফিরে পান, সেটাই দেখার।