নজরবন্দি ব্যুরো: অ্যাডাম গিলক্রিস্ট। এক সময় অস্ট্রেলিয়া দলের ব্যাটিং স্তম্ভ ছিলেন তিনি। একজন বিশ্বসেরা উইকেট রক্ষক ও ব্যাটার তৎকালীন বিশ্বসেরা বোলারদের ঘুম কেড়ে নিয়েছিলেন। আক্রম, ইউনুস, শোয়েব, মুরলির মত বিশ্বসেরা বলারদের ত্রাস ছিলেন এই অস্ট্রেলিয়ান।
আরও পড়ুন: কলকাতায় পন্থ, দিল্লি ক্যাপিটালসের শিবিরে, কথা হল পন্টিং ও সৌরভের সাথে
এহেন অ্যাডাম গিলক্রিস্ট এবার অপপট ভারতীয় বোলিং নিয়ে। এবারের বিশ্বকাপে ভারতীয় বোলারদের দাপটে ধরাশায়ী হয়েছে সব দেশ। তা দেখেই এই প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জানিয়ে দিয়েছেন বুমরা,সিরাজ ও শামিকে মোকাবিলা করা একেবারেই অসম্ভব।
ভারতের তিন জোরে বোলারের প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেন, “দিন কিংবা রাত, এবারের বিশ্বকাপে ভারতের জোরে বোলিং একেবারে অপ্রতিরোধ্য। ওদের বোলিং দেখলে মনে হচ্ছে প্রতিপক্ষের ব্যাটাররা এই তিন বোলারের ভয়ে কাঁপছে। কীভাবে তিনজনকে খেলতে হবে সেই রাস্তা এখনও কেউ বের করতে পারেনি। কারণ শামি, বুমরাহ ও সিরাজ ভয়ংকর।”
শামি-বুমরাহ-সিরাজে রক্ষে নেই কুলদীপ-জাদেজা সামিল, অকপট গিলক্রিস্ট
তিন জোরে বোলারের সঙ্গে ফর্মে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। এমন ম্যাচ উইনার স্পিনারদের নিয়ে গিলক্রিস্টের ব্যাখ্যা, “তিনজন জোরে বোলারের কাছ থেকে রেহাই পাওয়ার উপায় নেই। তাদের পর বল চলে যায় জাদেজা ও কুলদীপের হাতে। ভারতের পিচে দুজন কতবড় ম্যাচ উইনার, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। এছাড়া সাজঘরে বসে আছে অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনার। এই ভারত কোনও ভুল না করলে, বিশ্বকাপ জিতবেই।”