নজরবন্দি ব্যুরোঃ সলমনের সাথে লড়াই হবে সেটা জানতেন বাংলার নায়ক। কিন্তু ছবি মুক্তির দিনে সেভাবে সাড়া মেলেনি। কিন্তু ইদের দিন ভাগ্য ফিরল জিতের। জিৎ ভক্তরা এদিন টিকিট কেটে ‘চেঙ্গিজ’ দেখল পুরোদমে। ফলস্বরূপ দু-দিনের আয় মেলালে বক্স অফিসে কোটির গণ্ডি পার করে ফেলেছে এই পিরিয়ড ড্রামা।
আরও পড়ুনঃ থোড়া করো ইন্তেজার, ড্রিম গার্ল ২ মুক্তি নিয়ে কি বার্তা আয়ুষ্মান খুরানার!

বাংলায় ছবি দেখতে ভিড় জমলেও যেহেতু বলিউডে সলমানের ছবি কিসি কা ভাই কিসি কি জানের সঙ্গে মুক্তি পেয়েছে এই ছবি, তাই ব্যবসায় অনেকটাই প্রভাব পড়েছে বলে বিশেষজ্ঞদের মতামত। প্রথম দিন এই ছবির কালেকশন ছিল একদম মাত্র ৩৫-৪০ লাখ।

ছবির দ্বিতীয় দিনের মোট আয় ৯৫ লক্ষ টাকা, যার মধ্যে হিন্দি ছবির আয় ৩৫ লক্ষ ও বাংলা ছবির আয় ৬০ লক্ষ অর্থাৎ দ্বিতীয় দিন একলাফে আয় বেড়েছে ১৭০ শতাংশ। সুতরাং সব মিলিয়ে দু-দিনে এই ছবির আয় দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকার আশেপাশে।
কোটির গণ্ডি পার করল ‘চেঙ্গিজ’, এবার লড়াই জিৎ ভার্সেস দেব?
সবমিলিয়ে দুদিনে এই ছবির আয় স্বস্তিজনক। তবে আজ সোমবার থেকে এই ছবির ট্রেন্ড কোন দিকে যায়, তার উপর অনেকটাই নির্ভর করবে ছবির ভবিষ্যত। প্রসঙ্গত, প্রথম সপ্তাহে ‘প্রজাপতি’র আয় ছিল ২.১৭ কোটি টাকা। এবার লড়াই টা দাঁড়াল জিৎ ভার্সেস দেবের। কী হবে সেটা বলবে সময়।