Chris Gayle: ‘বিরাট তোমাকে আগামী বছর দেখে নেব’, হুমকি দিয়ে কী IPL এ ফিরছেন গেইল?

'বিরাট তোমাকে আগামী বছর দেখে নেব', হুমকি দিয়ে কী IPL এ ফিরছেন গেইল?
Gayle returning to the IPL with threats?

নজরবন্দি ব্যুরো: আর আইপিএলে নিজের রেকর্ড ভাঙায় বেশ উচ্ছ্বসিত গেইল। এ সময় মজার ছলে হুমকি দিয়েই বসলেন- অবসর ভেঙে ফিরে আসবেন তিনি। ক্রিস গেইল একসময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির সতীর্থ হিসেবেই খেলতেন। তবে বর্তমানে তিনি ক্রিকেটকে বিদায় জানিয়ে বিশ্রামেই দিন যাপন করছেন।

আরও পড়ুন: ফের জার্সি বদল রোহিতদের, এবার অ্যাডিডাসের তৈরি পোশাকে মাঠে নামবেন ভারতীয় ক্রিকেটাররা

এর আগে চলতি মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেঞ্চুরি করে গেইলের পাশে জায়গা করে নিয়েছিলেন কোহলি। আর এর পরেই গেল বলেন, ”অবসর ভেঙে আমি আবার ফিরব। বিরাট তোমাকে আগামী বছর দেখে নেব।” গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন কোহলি।

Chris Gayle: 'বিরাট তোমাকে আগামী বছর দেখে নেব', হুমকি দিয়ে কী IPL এ ফিরছেন গেইল?

সেই ইনিংস দেখার পরে গেইল বলেন, ”বিরাট কোহলিকে নিয়ে কোনও সময়তেই সন্দেহ ছিল না। খুবই ভাল ইনিংস। লড়াইটা ছিল কোহলির সঙ্গে গুজরাট টাইটান্সের।” কিন্তু সেই ম্যাচ জিততে পারেনি আরসিবি। দলকে ম্যাচ না জেতাতে পারলেও কোহলি একটি বড় রেকর্ড গড়েছেন।

‘বিরাট তোমাকে আগামী বছর দেখে নেব’, হুমকি দিয়ে কী IPL এ ফিরছেন গেইল?

Chris Gayle: 'বিরাট তোমাকে আগামী বছর দেখে নেব', হুমকি দিয়ে কী IPL এ ফিরছেন গেইল?

এর আগে আইপিএলের মঞ্চে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড ছিল ক্রিস গেইলের নামের পাশে। আরসিবি ও কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সি গায়ে চাপিয়ে তিনি মোট ৬টি শতরান করেছিলেন।

Chris Gayle: 'বিরাট তোমাকে আগামী বছর দেখে নেব', হুমকি দিয়ে কী IPL এ ফিরছেন গেইল?