নজরবন্দি ব্যুরো: এবারও আইপিএল ট্রফি ছুঁয়ে দেখা হল না বিরাট কোহলির। আইপিএল ইতিহাসের সর্বাধিক রানশিকারিকে টুর্নামেন্টের ১৬ তম সংস্করণেও, ক্রিকেট বিধাতা ট্রফি থেকে দূরেই রাখলেন। এম চিন্নাস্বামীতে লিগের শেষ ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছিল দুরন্ত সেঞ্চুরি।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে কত টাকা পাবেন রোহিতরা? জানিয়ে দিল ICC
তবুও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জিততে পারেনি তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ। চব্বিশে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় টি-২০ বিশ্বকাপ। সেই টি-২০ বিশ্বকাপে কি বিরাটের সুযোগ পাওয়া উচিৎ? কারণ এ বারের আইপিএলে ৬৩৯ রান করেছেন বিরাট কোহলি।
২টি শতরান ও ৬টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। এই প্রশ্নের উত্তরে সুনীল গাভাস্কার বলেন, ‘‘২০২৪ সালের বিশ্বকাপের আগে আরও একটি আইপিএল আছে। সেই আইপিএলে কোহলি কেমন খেলে সেটা দেখতে হবে। তাই এখন থেকে কিছু বলার মানে নেই।
যদি এই বছরই জুন মাসে কোনও টি-টোয়েন্টি প্রতিযোগিতা হত তা হলে আমি বলতাম, সেই দলে অবশ্যই কোহলি খেলবে।’’ তিনি আরও বলেন, ‘‘কোহলির এখনকার ফর্ম বিচার করলে সব দলে ও সুযোগ পাবে।
বিরাটকে আগামী টি২০ বিশ্বকাপে দেখছেন না গাভাস্কার! কেন?
কিন্তু ২০২৪ সালের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায়। সেই সময়ও কোহলির ছন্দ একই রকম থাকে কি না সে দিকে খেয়াল রাখতে হবে। যাদের ছন্দ ভাল থাকবে তাদের বিশ্বকাপে খেলানো উচিত।’’