নয়া চমক! এশিয়ার ধনী তালিকায় এবার দ্বিতীয় স্থানে আদানি
Gautam Adani is on the second place in Asia's richest list.

নজরবন্দি ব্যুরো: নয়া রেকর্ড গড়লেন গৌতম আদানি। এবার এশিয়ার ধনী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ফোর্বসের তালিকা অনুসারে, তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়েছেন। ফোর্বসের তালিকা অনুযায়ী, আদানির সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বা ৩.৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে গিয়েছেন।

আরও পড়ুন: বিধানসভায় উঠল পাউরুটির দাম প্রসঙ্গ, ভর্তুকি বাড়াচ্ছে রাজ্য সরকার, ফলে দাম বাড়ছেনা রুটির

বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় সাম্প্রতিক সময়ে বিরাট পরিবর্তন এসেছে। অনেকটা পিছিয়ে পড়েছেন অ্যামাজনের অধিকর্তা জেফ বেজসকে ( Jeff Bezos)। আগে যেখানে তিনি ছিলেন 2 নম্বর স্থানে। সেখান থেকে পিছলে নেমে এসেছেন ৪ নম্বর স্থানে। ৫ নম্বরে নেমে গিয়েছেন বিল গেটস। প্রথম স্থানে রয়েছেন, এলন মাস্ক (Elon Musk)।

নয়া চমক! এশিয়ার ধনী তালিকায় এবার দ্বিতীয় স্থানে আদানি
নয়া চমক! এশিয়ার ধনী তালিকায় এবার দ্বিতীয় স্থানে আদানি

তৃতীয় স্থানে থাকা বের্নার্ড আরন্যাল্টের সম্পত্তির পরিমাণ রয়েছে ১৫৩.৭ বিলিয়ন ডলার। তাঁর সম্পত্তির পরিমাণ ২.৯১ শতাংশ কমে যেতেই আদানি টপকে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। অন্যদিকে এলন মাস্কের সম্পত্তির পরিমাণ বেড়ে এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে ২৭৩.৫ বিলিয়ন ডলারে। ভারতের ধনীদের তালিকায় সেরার সেরা হয়েছেন আগেই। কদিন আগেই বিশ্বের ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে নাম ওঠে গৌতম আদানির। এই প্রথম কোনও এশিয়ার ব্যক্তি বিশ্বের ধনীদের দ্বিতীয় নম্বরে ওঠেন।

নয়া চমক! এশিয়ার ধনী তালিকায় এবার দ্বিতীয় স্থানে আদানি

Gautam Adani: নয়া চমক! এশিয়ার ধনী তালিকায় এবার দ্বিতীয় স্থানে আদানি

গত মাসে মাইক্রোসফটের প্রধান বিল গেটসকে পেছনে ফেলে দিয়েছে গৌতম আদানি। বিল গেটসের মোট সম্পদ ১১৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ব্যাপক অনুদানের কারণে এই ঘাটতি বলেই খবর সামনে এসেছে। চলতি বছরে আদানির মোট সম্পদ ৬০ বিলিয়ন ডলার বেড়েছে। যা দেশের অন্যান্য শিল্পপতিদের তুলনায় পাঁচ গুণ বেশি। চলতি বছরের ফেব্রুয়ারিতে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যান গৌতম আদানি। এর মাধ্যমে আদানি হয়ে ওঠেন ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।