নজরবন্দি ব্যুরো: গত ১ এপ্রিল থেকেই পার্কিং ফি বাড়ানোর সিদ্ধান্ত জানায় কলকাতা পুরসভা। কিন্তু এ বিষয় নাকি মুখ্যমন্ত্রী কিছুই জানেন না! তাঁর সঙ্গে আলোচনা না করেই পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সিদ্ধান্ত নিয়েছেন, এমনই অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই বিতর্কের পরই নীরব রাজ্যের মন্ত্রী ফিরহাদ। এমনকি বাতিল করছেন কর্মসূচি।
আরও পড়ুন: Pohela Baishakh: নববর্ষে সাজ কেমন হবে? গরমকে টেক্কা দিতে রইল কিছু টিপস
জানা গিয়েছে, শনিবার পুরসভায় আসেননি মেয়র। ‘দুয়ারে সরকার’ শিবিরে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেও পার্কিং ফি নিয়ে কোনও কথা বলতে রাজি হননি তিনি। এমনকি এই বিষয়ে প্রশ্ন উঠতেই জবাব না দিয়েই শিবির ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন ফিরহাদ। এমনকি তাঁর ‘টক টু মেয়র’ কর্মসূচিও আটকে গিয়েছে।

পার্কিং ফি বিতর্কের পর নীরব ফিরহাদ, কোনদিকে রাজ্যের মন্ত্রী?

দিনকয়েক আগে ফিরহাদ হাকিম জানান, প্রতি একঘণ্টা পিছু দু’চাকা গাড়ি পার্কিং করতে লাগবে ১০ টাকা। চার চাকা গাড়ির পার্কিং ফি বেড়ে দাঁড়ায় ২০ টাকা। ৫ ঘণ্টার বেশি সময় গাড়ি রাখলে ঘণ্টাপিছু দিতে হবে ১০০ টাকা। বাস এবং লরি রাখার জন্য ঘণ্টাপিছু পার্কিং ফি ২০ টাকা থেকে বেড়ে হয় ৪০ টাকা। কুণালের অভিযোগের উত্তরে ফিরহাদ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বললে পার্কিং ফি বাড়ানোর নির্দেশ প্রত্যাহার করে নেব। তবে এটা সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশ্যে না বলে দলের ভিতরে বললেও হত!’’

এদিকে রাজনৈতিক মহলের ধারনা, এই ঘটনায় দলের অন্দরেই ‘কোনঠাসা’ ফিরহাদ। এই পরিস্থিতিতে তাঁর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।