চলন্ত এক্সপ্রেসে আগুন, দাউ দাউ করে জ্বলছে কামরা, আতঙ্কিত যাত্রীদের সরানো হচ্ছে নিরাপদ স্থানে
Fire breaks out on Humsafar Express

নজরবন্দি ব্যুরো: ফের দুর্ঘটনার কবলে রেল। চলন্ত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত গোটা দেশ। দাউ দাউ করে জ্বলছে ট্রেনের কামরাগুলি। ঘটনাটি ঘটেছে গুজরাটে চলন্ত হমসফর এক্সপ্রেসে। ইতিমধ্যেই ওই হমসফর এক্সপ্রেসে থাকা যাত্রীদের সরানো হচ্ছে নিরাপদ স্থান। যদিওবা শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি!

আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের মাঝেই বাংলায় এল ১৭০০ কোটি, কোন খাতে? জানুন…

জানা গিয়েছে, শনিবার দুপুরে আচমকাই আগুন ধরে যায় তামিলনাড়ুর তিরুচিরাপল্লী থেকে রাজস্থানের শ্রী গঙ্গানগরগামী হামসফর এক্সপ্রেসে। ঘটনাটি ঘটে গুজরাটের ভালসাদ স্টেশনের কাছে। ট্রেনের কামরা থেকে দাউ দাউ করে আগুন বেরোতে দেখা যায়। আর আগুন দেখেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পরে। এরপরেই দ্রুত ভালসাদ স্টেশনে দাঁড় করানো হয় হামসফর এক্সপ্রেসটিকে।

চলন্ত এক্সপ্রেসে আগুন, দাউ দাউ করে জ্বলছে কামরা
চলন্ত এক্সপ্রেসে আগুন, দাউ দাউ করে জ্বলছে কামরা

তারপরেই ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা। আগুনের নেভানোর কাজে হাত লাগান তাঁরা। পাশাপাশি ট্রেন থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। যদিওবা এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কোনও যাত্রীর আহত হওয়ারও খবরও মেলেনি।

চলন্ত এক্সপ্রেসে আগুন, দাউ দাউ করে জ্বলছে কামরা

ইতিমধ্যেই হামসফর এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে। যা দেখে রীতিমত শিউরে উঠছেন নেটিজেনরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, হামসফর এক্সপ্রেসের কামরা থেকে আগুনের শিখা বেরোচ্ছে। কামরার ভিতর থেকে যাত্রীদের চিৎকারও শোনা যাচ্ছে। কিন্তু কী ভাবে ট্রেনের কামরায় এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। রেল সূত্রে খবর, আপাতত আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।

চলন্ত এক্সপ্রেসে আগুন, দাউ দাউ করে জ্বলছে কামরা

চলন্ত এক্সপ্রেসে আগুন, দাউ দাউ করে জ্বলছে কামরা