নজরবন্দি ব্যুরো: সাত সকালে শহরের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে আগুন লাগে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে। রীতিমত আগুন বাড়ছে বলেই দমকল সুত্রের খবর! ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন।
আরও পড়ুন: Indian wrestling: সাফাই গাইলেন ব্রিজভূষণ চরণ সিং, নির্দোষ বলে নিজেকে দাবি
সূত্রের খবর, এদিন সকালে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে প্রথমে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এরপরেই রীতিমত আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। এরপরেই আগুনের শিখা ক্রমশ বাড়তে থাকে। তারপরে দাউ দাউ ছড়িয়ে পরে আগুন! ইতিমধ্যেই দমকলের ৭ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
জানা যাচ্ছে, গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের ওই পাঁচতলায় একাধিক সরকারি দফতর আছে। যদিওবা ওই অফিস গুলির ভিতরে এই মুহূর্তে আপাতত কেউ নেই বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, এদিন সকাল ১০ টা নাগাদ কয়েকজন অফিস কর্মী পৌঁছান। তবে আগুন লাগাত ঘটনায় তাঁরা সঙ্গে সঙ্গে ওই বহুতল থেকে বেরিয়ে আসেন।
যদিওবা এখনও পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে আগুন লাগার ঘটনায় দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। কিন্তু দমকল সূত্রের খবর, ওই পাঁচতলায় এমনভাবে আগুন লেগেছে, যেই কারণে ভিতরে প্রবেশ করতে পারছেন না দমকলকর্মীরা। সেই কারণে পাশের বিল্ডিং থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।
সাত সকালে শহরের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে আগুন