Horoscope: তুঙ্গে শনি! প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল

তুঙ্গে শনি, প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল
find out your today's horoscope in 20 may

নজরবন্দি ব্যুরো: আজ শনিবার! আর সপ্তাহের শেসেই তুঙ্গে রয়েছে বৃহস্পতি-শনি! যার প্রভাব ফেলবে কয়েকটি রাশির জাতকের কর্মজীবনে। আজকের দিনে কোন কোন রাশির ভাগ্যে আছে উন্নতি? জেনে নিন আপনার আজকের রাশিফল।

আরও পড়ুন: Horoscope: আয়ে থেকে ব্যয়, শুক্রবারে কোন রাশির ভাগ্যে কি আছে

মেষ: বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে।

Horoscope: তুঙ্গে শনি! প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল

বৃষ: কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে। লিভারের সমস্যায় ভুগতে হতে পারে।

Horoscope: তুঙ্গে শনি! প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল

মিথুন: শরীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।শিল্পীদের জন্য আজ দিনটি অনকূল। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে।

Horoscope: তুঙ্গে শনি! প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল

কর্কট: আজ খরচ বৃদ্ধি পেতে পারে। অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। আজ দিনটি ভালো কাটবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন।

Horoscope: তুঙ্গে শনি! প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল

সিংহ: শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে।

Horoscope: তুঙ্গে শনি! প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল

কন্যা: পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। কোনও বিষয়েই চটজলদি কোনও সিদ্ধান্ত আজ নেবেন না। ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন।

Horoscope: তুঙ্গে শনি! প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল

তুলা: অনেক দিন থেকে ফেলে রাখা কোনও আজ সেরে ফেলুন। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। বিশেয সুযোগ আসতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে।

Horoscope: তুঙ্গে শনি! প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল

বৃশ্চিক: অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Horoscope: তুঙ্গে শনি! প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল

ধনু: রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে।

Horoscope: তুঙ্গে শনি! প্রভাব ফেলবে এই ৭ রাশির ওপর, জানুন রাশিফল

মকর: আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন।

তুঙ্গে শনি, জেনে নিন আপনার আজকের রাশিফল
তুঙ্গে শনি, জেনে নিন আপনার আজকের রাশিফল

কুম্ভ: আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। শারিরীক সমস্যা দেখা দিতে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন।

তুঙ্গে শনি, জেনে নিন আপনার আজকের রাশিফল

মীন: কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুঙ্গে শনি, জেনে নিন আপনার আজকের রাশিফল

তুঙ্গে শনি, জেনে নিন আপনার আজকের রাশিফল