নজরবন্দি ব্যুরোঃ শামসুন্নাহার স্মৃতি, যিনি পরীমনি নামে অধিক পরিচিত। এই বাংলাদেশী চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রীর আজ বিবাহ। তবে আজ বিবাহ বললে কিছুটা ভুল হবে, কথাটা হবে আজ সামাজিক বিবাহ। কারণ, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ সিনেমার সেটে প্রেমে পড়েন অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। তারপর ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা।
আরও পড়ুনঃ পরীমণি সংক্রান্ত যাবতীয় খবর পড়তে এখানে ক্লিক করুন।
সেই গোপন বিবাহের পর চলতি মাসের ১০ জানুয়ারি মা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। শত কটাক্ষ-সমালোচনা পেরিয়ে নিজেই গর্ভবতী হওয়ার খবর ফাঁস করেন বিতর্কিত অভিনেত্রী।
এদিকে স্ত্রীর মা হওয়ার খবর শুনে খুশিতে প্রায় লাফিয়ে ওঠেন শরিফুল। পরিমণিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। সন্তানের হার্টবিট শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন দুজনেই। তারপরেই সামাজিক বিবাহ করার সিদ্ধান্ত।

চলচ্চিত্র নির্মাতা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানিয়েছেন, দুই তারকার পরিবারের ইচ্ছায় ঘরোয়া আয়োজনে আজ হলো রাজ-পরীর গায়ে হলুদ! শনিবার হবে শুভ বিবাহ। শুক্রবার সন্ধ্যায় রাজ-পরীর বাসায় দুই তারকার পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের সাথে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও উপস্থিত ছিলেন।
আজ বিয়ের পিঁড়িতে চসছেন পরীমণি, হয়ে গেল রাজ-পরীর গায়ে হলুদ।
প্রসঙ্গত, অভিনেত্রী পরীমণি মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন গতবছর অগস্ট মাসের গোড়ার দিকে। সপ্তাহ খানেক জেলেও কাটিয়েছেন তিনি। মাদককাণ্ডে তাঁর নাম জড়ানোর পর বিতর্ক কম হয়নি। গোটা বাংলাদেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন নায়িকা। বহু কটাক্ষ-সমালোচনা হয়েছে তাঁকে নিয়ে। তবে পরীমণি এবার জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন।