নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র ঘণ্টা চারেকের অপেক্ষা, তারপরেই জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নেমে এবারের আইএসএল অভিযান শুরু করবে মানালো দিয়াজের ইস্টবেঙ্গল। যা নিয়ে ফুটছে গোটা শহরবাসী। একদিকে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ইডেনে অপরদিকে আইএসএল শুরু হচ্ছে লাল-হলুদ ক্লাব টেণ্টে। যা নিয়ে এক আলাদা ই পরিবেশ তৈরি হয়েছে গোটা শহর জুড়ে।
আরও পড়ুনঃ Farm Law: চলবে আন্দোলনের কর্মসুচি, জানাল সংযুক্ত কিষাণ মোর্চা
তবে নিজের শহরে না হলেও গোয়ার দিকে নজর থাকবে সকলের। চলতি মাসের ১৯ তারিখ কেরালার বিরুদ্ধে জয় দিয়ে নিজেদের আইএসএল অভিযান শুরু করেছে হাবাসের এটিকে মোহনবাগান। এবার জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করতে মরিয়া লাল-হলুদ শিবির।
ঘণ্টা কয়েক আগেই নিজের প্রোফাইল থেকে দলের খেলোয়াড়দের বেশ কয়েকটি ছবি আপলোড করেন অরিন্দম। সেখানে ও তিনি মাঠে নামার জন্য মুখিয়ে থাকার কথা উল্লেখ করেন। যা দেখে উত্তেজনার পারদ তুঙ্গে চড়েছে সমর্থকদের।
বলাবাহুল্য, গতবারের তুলনায় এবছর যথেষ্ট সাবধানী মনোভাব নিয়ে এগোনর পরিকল্পনা রফিকদের। তাই আগের বারের সমস্ত ভুল শুধরে ফেলার লক্ষ্য নিয়ে ই বিদেশি চয়নে মুন্সিয়ানা দেখিয়েছে শ্রীসিমেন্ট ম্যানেজমেণ্ট। গতবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের কে দলে আনা হলেও এবছর লা-লিগার তারকাদের দলে টেনে চমক দিয়েছে মানালো দিয়াজের দল।
মাত্র কয়েক ঘণ্টা, অভিযান শুরুর অপেক্ষায় লাল-হলুদ তারকারা

পাশাপাশি টমিস্লাভ, ফ্রাঞ্জো, আমির দারভিসেভিচ, ড্যারেন সিদোয়েল, ড্যানিয়েল চিমা চুকুউ, অ্যান্তোনিও পেরোসেভিচদের গড় বয়স অনেকটাই বাড়তি সুবিধা দিতে পারে লাল-হলুদ কে। তবে আজ শেষ হাসি আজ কে হাসে এখন সেদিকেই নজর সকলের।