ভেন্ডার্স গিল্ডের সঙ্গে ফেডারেশনের বিবাদ, শুটিং বন্ধ হতে পারে যে কোনো সময়
Federation's conflict with the Vendor's Guild

নজরবন্দি ব্যুরো: টলিপাড়ায় কর্মবিরতি কোনও নতুন ঘটনা নয়। এর আগেও বহুবার কাজ বন্ধ থাকার সমস্যায় ভুগেছেন শিল্পী থেকে কলাকুশলীরা। সম্প্রতিই ভেন্ডার্স গিল্ডের (সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) তরফে অভিযোগ করা হয়েছে, টলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু প্রযোজক এবং ফেডারেশন তাঁদের সঙ্গে অসহযোগিতা করছে।

আরও পড়ুন: ‘জওয়ান’ পরিচালকের হাত কেটে ফেলার নিদান শাহরুখ ভক্তের, কোন বিপদে অ্যাটলি?

আর এই অবস্থা চলতে থাকলে সংগঠনের দাবি তাঁরা কর্মবিরতির পথে হাঁটবে। কী এমন ঘটল যে ধর্মঘটের ডাক দিতে চলেছে স্লাপায়ার্সরা। টলিপাড়ার শুটিংয়ের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকে এই সংস্থা।

ভেন্ডার্স গিল্ডের সঙ্গে ফেডারেশনের বিবাদ, শুটিং বন্ধ হতে পারে যে কোনো সময়

শ্যুটিঙে ব্যবহৃত নানা সামগ্রী থেকে শুরু করে শ্যুটিংয়ের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আলোও সরবরাহ করে থাকে এই সংস্থা। জানা যাচ্ছে, ভেন্ডার্স গিল্ডের কিছু সাপ্লায়ারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখান থেকেই শুরু সমস্যা।

ভেন্ডার্স গিল্ডের সঙ্গে ফেডারেশনের বিবাদ, শুটিং বন্ধ হতে পারে যে কোনো সময়

ভেন্ডার্স গিল্ডের সঙ্গে ফেডারেশনের বিবাদ, শুটিং বন্ধ হতে পারে যে কোনো সময়

ভেন্ডার্স গিল্ডের সদস্যরা ম্যাসেজে লিখেছেন, ‘ফেডারেশন ও প্রডিউসাররা আমাদের সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে অসহযোগিতা করে যাচ্ছে। ফেডারেশনের কিছু সদস্য আমাদের বেশ কিছু সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ রকম যদি চলতে থাকে, তা হলে আমরা বন্ধের পথে হাঁটব।’

ভেন্ডার্স গিল্ডের সঙ্গে ফেডারেশনের বিবাদ, শুটিং বন্ধ হতে পারে যে কোনো সময়