মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে শুভেন্দুদের, রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র

মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে শুভেন্দুদের, রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র
Being framed in a false case, the center asked the state for a report

নজরবন্দি ব্যুরোঃ মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে শুভেন্দুদের। সেই তালিকায় রয়েছে বিরোধী শিবিরের একাধিক নেতাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এবিষয়ে অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র।

আরও পড়ুনঃ এই প্রথম তৃণমূল ছাত্র ও যুব তৃণমূলের সম্মেলন এক সাথে, প্রধান বক্তা অভিষেক

২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে বিরোধী দলের নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানর অভিযোগ তুলেছিলেন তিনি। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট পাঠাবেন মুখ্যসচিব। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

34 1

এবিষয়ে নবান্নে চিঠি দেওয়া হয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ, সেকারণেই মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করা হচ্ছে। এবিষয়ে সরব হয়েছেন সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, অভিযোগগুলি সত্য, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সেকারণে বোধহয় বিরোধী দলনেতা চিঠি দিয়েছিলেন। মুখ্যসচিবের কাছে জানতে চাওয়া হয়েছে। রাজ্যের সরকার যেমন বিরোধীদের ফাঁসাচ্ছে, তেমনি দেশের সরকারও তো ফাঁসাচ্ছে। আমাদের যে সাংবিধানিক বিধিব্যবস্থা, সেটাকেই ভেঙে দেওয়া হচ্ছে।

মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে শুভেন্দুদের, রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র

35 1

তৃণমূলের তরফে জানানো হয়েছে, সবটাই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মসূচি করার সুযোগ পায়। বিরোধীদের বিরুদ্ধে অকারণে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরুদ্ধাচরণ করা হয় না।