আপ-বিজেপি মারপিট! ভেস্তে গেল দিল্লির পুরনিগমের মেয়র নির্বাচন
mayoral election of the Delhi Municipal Corporation failed

নজরবন্দি ব্যুরোঃ এদিনের মতো স্থগিত হয়ে গেল দিল্লির মেয়র নির্বাচন। এই নির্বাচন ঘিরে এদিন আম আদমি পার্টি এবং বিজেপি নেতাদের মধ্যে নজিরবিহীন ঝামেলার সাক্ষী থাকল দিল্লি পুরনিগম। আর তার জেরেই এদিনের মতো পুর অধিবেশন স্থগিত রাখা হল। ফলে কাউন্সিলরদের শপথ গ্রহণও এদিন স্থগিত থাকল।

আরও পড়ুনঃ লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, এবার মানুষের দুয়ারে বাংলার লাল দল

ফলে দেশের রাজধানী অঞ্চলে এ বার নতুন করে রাজনৈতিক সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা। অঙ্কের হিসাবে দিল্লিতে আপ-এর মেয়র এবং ডেপুটি মেয়র পদে জয়ের কথা। কিন্তু দিল্লির পুর আইন বলছে, মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনে ‘দলত্যাগ বিরোধী আইন’ কার্যকরী নয়। আর সেই ‘অঙ্কে’ ভর করেই কাউন্সিলর সংখ্যার হিসাবে অনেক পিছিয়ে থেকেও মেয়র ভোটে প্রার্থী দিয়েছিল বিজেপি।

আপ-বিজেপি মারপিট! ভেস্তে গেল দিল্লির পুরনিগমের মেয়র নির্বাচন

ফলে তৈরি হয়েছিল গোলমালের আশঙ্কা। আর সেটাই সত্যি হল। মনোনীত কাউন্সিলরদের প্রথমে শপথ নিতে ডাকার সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে দাবি করে আপ। এই নিয়ে বিক্ষোভ দেখাত থাকেন আপ কাউন্সিলররা। অন্যদিকে, তাদের বিরোধিতা করে বিজেপি কাউন্সিলররা। এরপর, তাঁদেরকে হাতাহাতিতেও জড়াতে দেখা যায়।

কাউন্সিলরদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। এমনকি, কাউকে কাউকে মাটিতে পড়ে যেতেও দেখা যায়। পরে সংবাদ সংস্থা এএনআইকে প্রিসাইডিং অফিসার সত্যা শর্মা জানান, তিনি সকলের কাছে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছিলেন।

আপ-বিজেপি মারপিট! ভেস্তে গেল দিল্লির পুরনিগমের মেয়র নির্বাচন

আপ-বিজেপি মারপিট! ভেস্তে গেল দিল্লির পুরনিগমের মেয়র নির্বাচন
আপ-বিজেপি মারপিট! ভেস্তে গেল দিল্লির পুরনিগমের মেয়র নির্বাচন

কিন্তু কাউন্সিলররা হই-হট্টগোলেই মেতে থাকেন। প্রোটেম স্পিকারের ডেস্কেও ওঠার চেষ্টা করেন। তিনি আরও বলেন, “যদি তাঁরা শান্তিপূর্ণভাবে বসতেন, তবে আমরা সবার শপথ গ্রহণ করাতাম।”