WB Education Policy: উচ্চমাধ্যমিকে আমূল পরিবর্তন, একাদশ-দ্বাদশে আসছে সেমিস্টার
পশ্চিমবঙ্গের সরকার আগেই বিধানসভায় স্পষ্ট করেছে যে তাঁরা কেন্দ্রের নীতি মানতে রাজি নয়। এই কারণেই বাংলায় নতুন শিক্ষানীতি আসবে। তাৎপর্যপূর্ণভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বদল আসবে। উঠে যাবে বার্ষিক পরীক্ষার চল।
H S Syllabus: সায়েন্সের পর এবার উচ্চমাধ্যমিকের আর্টস ও কমার্সের সিলেবাস পাল্টাতে চলেছে
এই নিয়ে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের আর্টস এবং কমার্স বিভাগের পাঠ্যক্রমকে যুগোপযোগী করে তোলা হচ্ছে। তার ফলে উচ্চমাধ্যমিকের আর্টস এবং কমার্স বিভাগের পড়ুয়ারা লাভবান হবেন। তাঁদের ভবিষ্যতের পক্ষে সেটা ভালো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বাংলার দরিদ্র পড়ুয়াদের স্কলারশিপ দেবে কেন্দ্র, জানুন আবেদনের শেষ তারিখ
বাংলার দরিদ্র পড়ুয়াদের স্কলারশিপ দেবে কেন্দ্র সরকার। স্কলারশিপটির নাম ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ স্কিম (National Means cum Merit Scholarship Scheme), সংক্ষেপে এনএমএমএসএস (NMMSS)। এটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীন। এই স্কলারশিপে বার্ষিক ১২ হাজার টাকা দেওয়া হবে। টাকা ঢুকবে সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শুধু বাংলা নয় সাড়া দেশের দরিদ্র পড়ুয়ারাই স্কলারশিপিটির জন্য আবেদন করতে পারবে।
TET: টেট পাশ সার্টিফিকেটের মেয়াদ থাকবে আজীবন, নির্দেশিকা জারি SSC-র
এবার আর ৭ বছর নয়। উচ্চ প্রাথমিক টেট পাশ করা সার্টিফিকেটের মেয়াদ থাকবে আজীবন, নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। কেন্দ্রের নির্দেশ মেনেই এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।
Study tips: পড়া কোনো উপায়েই মনে থাকছে না! এই পাঁচটি বৈজ্ঞানিক উপায়ে মিলবে সমাধান
অনেক পরেই মিলছে না সমাধান? পরীক্ষায় ভালো ফল করতে পাচ্ছেন না শত চেষ্টা করেও? রাতে যা পড়ছেন সকালে উঠে সব ভুলে যাচ্ছেন? এই সমস্যা শুধু আপনার একার নয়। বহু পড়ুয়া এই সমস্যায় ভোগেন। তাই পড়া মুখস্ত করতে এই কয়েকটি প্রচলিত বৈজ্ঞানিক উপায় অবলম্বন করতে পারেন।
Ant milk: পিঁপড়েও দুধ দেয়! জানেন কি সেই দুধ কতটা পুষ্টিকর?
গরু, ভেড়া, ছাগল, মোষ দুধ দেয় সেটা আমারা সকলেই জানি। তবে সম্প্রতি উঠে এলো এক বিস্ফোরক তথ্য। এই তথ্য জানিয়েছেন নেচার জার্নাল। যানা গেছে পিঁপড়েও দুধ দেয়। গবেষণা থেকে যানা গেছে তরুণ পিঁপড়ে দুধ দেয়। এবং সেই দুধ বাচ্চা থেকে বড় সকল পিঁপড়ে খায়। পিঁপড়ের শরীর থেকে এক ধরনের সাদা পদার্থ বেড় হয়। সেটাই সাধারনত দুধ।
Sex education: কোন বয়সে সন্তানকে দিতে হবে যৌনমিলন সম্পর্কে ধারনা! স্কুল নাকি কলেজ?
বাচ্চারা একটু বড় হলেই তাঁদের মধ্যে সঙ্গম বা যৌনমিলন নিয়ে কৌতূহল বৃদ্ধি পায়। কোন সিনেমাতে হোক কিংবা কোন বিজ্ঞাপনে যৌন সম্পর্কিত বিষয় নিয়ে শিশুরা দেখে। যা নিয়ে অনেক প্রশ্ন জাগে তাঁদের মনে। অনেক দেশে ছোট থেকেই দেওয়া হয় যৌন শিক্ষা যার থেকে ভারত রয়েছে অনেকটাই পিছিয়ে।
WBJEE: প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, মেধা তালিকায় রাজ্য বোর্ডের ৩ পরীক্ষার্থী
২০২৩ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯৮ হাজার। পাশের হার ৯৯.৩৭ শতাংশ। সফল পড়ুয়াদের মধ্যে উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ৩৪৫। আইএসসি বোর্ডের পরীক্ষার্থী ২ হাজার ১৪২ জন এবং সিবিএসই বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ২৭ জন। শুক্রবার বিকেল ৪ টে থেকে ওয়েবসাইটে র্যাঙ্ক কার্ড দেখতে পাবেন পরীক্ষার্থীরা। বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, ৩০ জুনের আগে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যাবে না। www.wbjeeb.nic.in বোর্ডের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।
WBJEE 2023 Result: শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, কোথায় দেখবেন রেজাল্ট?
ওয়েবসাইটে 'হোমপেজ' থেকে ‘ডব্লুবিজেইই রেজাল্ট ২০২৩’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। ফাঁকা স্থানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে। এরপরই নিজেদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। প্রয়োজনে রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে রাখতে পারেন। গত ৩০ এপ্রিল পরীক্ষা হয়েছিল। চলতি বছরে পরীক্ষার্থীদের সংখ্যা ছিল প্রায় ৯৮ হাজার।
HS Result 2023: আগামীকাল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?
মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে WB12 লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৬৭৬৭৫০ বা ৫৮৮৮৮ নম্বরে পাঠাতে হবে। গুগল প্লে স্টোর থেকে www.results.shiksha থেকে West Bengal HS Result 2023 ডাউনলোড করে অ্যাপ খুলে নিয়ে WBCHSE 12th Result 2023 উইন্ডো আসবে।