নজরবন্দি ব্যুরো: বেশ কয়েকদিন আগেই কালীঘাটের কাকুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। আর ওই হানায় সুজয় ভদ্রর বাড়ি থেকে বেশ কয়কটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল! আর ওই নথি হাতে পেয়েই আরও তৎপর হল ইডির আধিকারিকরা! এবার এক সংস্থার হিসেব রক্ষককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি সূত্রের দাবি, ওই সংস্থার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগাযোগ আছে কি না! তাছাড়াও ওই সংস্থার সঙ্গে ‘কালীঘাটের কাকু’র সম্পর্ক কী? সেই বিষয়ে জানতে চাইছেন ইডির অফিসরারা। ওই ব্যক্তিকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। উল্লেখ্য, এর আগেও কালীঘাটের বাড়িতে ইডির হানার সময় সুজয় ভদ্রকে জিজ্ঞাসাবাদ চালায় আধিকারিকরা। সেই সময় তাঁকে জিজ্ঞেস করা হয় যে, কীভাবে এই সংস্থার নথি বাড়িতে এল? তাই এবার কালীঘাটের কাকুর সঙ্গে ওই হিসেবরক্ষকের বয়ান মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি নাম জড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম। দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। শুধু তাই নয়, কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম।
ইডি সূত্রের দাবি, সুজয়বাবুর বাড়ি থেকে বেশ কিছু নথি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই তথ্যের তালিকার ছিল এই সংস্থার নথিও। এরপর থেকেই ওই সংস্থার বিষয়ে আরও তথ্য পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই সংস্থার সঙ্গে সুজয়বাবুর কী যোগ রয়েছে, কিংবা ওই সংস্থার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে কি না! সেই সব বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে চাইছেন অফিসাররা। পাশাপাশি ওই সংস্থার হিসেবরক্ষকের বয়ানের সঙ্গে, কালীঘাটের কাকুর বয়ান মিলিয়ে দেখা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।