নজরবন্দি ব্যুরোঃ শিক্ষা দুর্নীতি, পুরসভা দুর্নীতির পর এবার প্রকাশ্যে এসেছে সমবায় দুর্নীতি। আর এই দুর্নীতির তদন্তভার ইডি-সিবিআইয়ের হাতেই বহাল থাকবে বলে বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তার পক্ষেই রায় দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ চিকিৎসকদের জন্য সুখবর! ভারতের MBBS ডিগ্রি নিয়ে এবার বিদেশেও ডাক্তারি করা যাবে
প্রসঙ্গত, আলিপুরদুয়ারের একটি সমবায় সমিতির বিরুদ্ধে ৫০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে ২৪ শে অগস্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ ইডি-সিবিআইকে তদন্তে নামা নির্দেশ দেন।
কিন্তু তারপরেও সিবিআই তদন্ত শুরু করতে পারেনি। অভিযোগ ছিল, সিআইডি মামলার নথি হস্তান্তর করছে না। এই ঘটনায় চরম বিরক্তি প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানাও করেন।
সমবায় দুর্নীতির তদন্তভার এজেন্সির হাতেই, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল ডিভিশন বেঞ্চে
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। বৃহস্পতিবার ছিল সেই মামলায় শুনানি। আর আজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিলেন, সমবায় দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে ইডি-সিবিআই। কিন্তু রাজ্যকে যে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তা কমিয়ে ৫ লক্ষ করার সিদ্ধান্ত নিয়েছে ডিভিশন বেঞ্চ।