নজরবান্দি ব্যুরো: বিদেশের ক্লাবগুলোতে যেমন ক্রাউডফান্ডিংয়ের ব্যবস্থা রয়েছে, ইস্টবেঙ্গলও এবার সেই পথেই এগোল। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের অনুরোধেই শতাব্দী অতিক্রম করা ক্লাব ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা করতে চলেছে। সমর্থকদের কাছে ক্লাবের আবেদন, ‘ক্রাউড ফান্ডিং’-এর জন্য সর্বতোভাবে যেন তাঁরা এগিয়ে আসেন।
আরও পড়ুন: সামনের বছর দিল্লির কোচ চাই দাদা কে, দাবি তুললেন ইরফান পাঠান
সমর্থকরা চাইলেই নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন।অনুরাগীদের আবেগের ক্লাবের প্রতি এমনই আবদার ছিল। আর সমর্থকদের ইচ্ছাকেই সিলমোহর দিল শতাব্দী প্রাচীন ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ বিবৃতি দিয়ে জানানো হয়েছে,
‘আপনারা সবাই জানেন, অতিমারী কালে আমাদেরকে বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়তে হয়েছে। তার মধ্যে দিয়েও আমরা আমাদের পরিকাঠামোগত উন্নয়ন গড়ে তোলার চেষ্টা করেছি। পাশাপাশি আইএসএল-এও অংশগ্রহণ করেছি। বিগত বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, বিভিন্ন সামাজিক মাধ্যমে পৃথিবী তথা দেশের বিভিন্ন প্রান্তের সভ্য-সমর্থকরা লিখছেন,

বেশ কিছু শুভানুধ্যায়ী-সভ্য সমর্থকেরা ক্লাবে এসে বলছেন এমনকী গত পরশু দিনও একদল সভ্য সমর্থক ক্লাবে এসে একই কথা জানিয়েছেন, কিংবা দূরভাষের মাধ্যমে আমাদের পরামর্শও দিচ্ছেন, বিদেশের ক্লাবগুলোর মতো কেন আমাদের ক্লাবেও ‘ক্রাউডফান্ডিং’ করা হচ্ছে না। তাদের বক্তব্য ক্লাব তো তার পরিকাঠামো, স্পোর্টস ও ইয়ুথ ডেভেলপমেন্ট এর জন্য অর্থ সংগ্রহ করতে একটা ফান্ড তৈরি করতেই পারে।
ক্রাউডফান্ডিংয়ের সিদ্ধান্ত নিল লাল-হলুদ, সমর্থকদের ইচ্ছেতেই সিলমোহর
এই কিছুদিন পূর্বে আমরা যখন উত্তরবঙ্গে গিয়েছিলাম ক্লাবের নামে রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে, তখনও আমাদের কাছে এক ঝাঁক সমর্থক এই একই অনুরোধ করে। সবার অনুরোধ-পরামর্শকে মাথায় রেখে কর্মসমিতির সভায় সর্বসম্মত ভাবে আমরা সিদ্ধান্ত নিলাম।