নজরবন্দি ব্যুরোঃ কলকাতা লিগে সুপার সিক্সের শুরুটা মনের মতো হল না ইস্টবেঙ্গলের। মহামেডান জিতল ২-১ গোলে। জোড়া গোল করে ফের একবার সাদা-কালো ব্রিগেডের জয়ের নায়ক ডেভিড লাললানসাঙ্গা। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেছেন নন্দকুমার। তাও পেনাল্টি থেকে। মিনি ডার্বির শেষ কিন্তু হল তুমুল মারামারিতে। হাতাহাতিতে জড়ালেন দু’দলের খেলোয়াড়রা। যার ফলে রণক্ষেত্রের আকার ধারণ করল কিশোর ভারতী স্টেডিয়াম।
সেই মহামেডানের ডেভিড লাললানসাঙ্গা। এর আগে কলকাতা লিগে করেছিলেন ১৫টি গোল। আজ দু’গোল করে পৌঁছে গেলেন ১৭-তে। যে ডেভিডকে নিয়ে ভয় ছিল ইস্টবেঙ্গলের সেই ডেভিডই কিশোরভারতী স্টেডিয়ামে হারিয়ে দিল। প্রথমার্ধেই পর পর জোড়া গোল করে মহামেডানকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি।
প্রথম গোলটি আসে খেলা শুরুর মাত্র ৫ মিনিটে। এরপর আবার ৩৯ মিনিটের মাথায় লাল-হলুদের দুই প্লেয়ারকে ডজ দিয়ে তিনটি টাচে সোজা বল জালে জড়ালেন ডেভিড। দু’গোল খেয়ে প্রথমার্ধে দিশেহারা লাগছিল ইস্টবেঙ্গলকে।
Full-time#CFL pic.twitter.com/8hic9mOvqu
— East Bengal FC (@eastbengal_fc) September 20, 2023
এরপর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। কারণ, বক্সের ভেতর হাত দিয়ে বল আটকান মহামেডানের ইরশাদ। তাঁকে হলুদ কার্ডও দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করেন লাল হলুদের নন্দকুমার। এরপরেও প্রায় ৩০ মিনিটের বেশি খেলা হয় কিন্তু সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। গোল করার লোকের অভাবেই ডুবতে হল ইস্টবেঙ্গলকে বলছেন বিশেষজ্ঞদের একাংশ।
বিশ্রী ফুটবল খেলে মহামেডানের কাছে হারল ইস্টবেঙ্গল, মিনি ডার্বির শেষে রণক্ষেত্র কিশোরভারতী!
এমনিতেই মিনি ডার্বি মানেই উত্তেজনা। আর আজ ফের একবার অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল কিশোরভারতী স্টেডিয়ামে। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে, দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তবে ঝামেলা মাত্রা ছাড়া হওয়ার আগেই রেফারি, কর্মকর্তা এবং মাঠে উপস্থিত বাকিরা মিলে সেই ঝামেলা থামিয়ে দেন।