নজরবন্দি ব্যুরোঃ ইস্টবেঙ্গল-ইমামির ঐতিহাসিক চুক্তিস্বাক্ষর হওয়ার পরের দিনই চলে এল বড় আপডেট। লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাব আসন্ন মরসুমের ১৩ ভারতীয় ফুটবলারের নাম ঘোষণা করে দিল। গতকালই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও ইমামির ডিরেক্টর আদিত্য বর্ধন আগরওয়াল জানিয়ে দিয়েছিলেন যে দেরিতে হলেও ভাল দল হবে।
আরও পড়ুনঃ এবার মাঙ্কিপক্স! করোনার পর দেশ জুড়ে এই রোগের আতঙ্কে রাজ্যে জারি হল আগাম সতর্কতা
সমর্থকদের কিন্তু নিরাশ করল না ইস্টবেঙ্গল। এদিকে বৃহস্পতিবারই কলকাতায় পা রাখলেন লাল-হলুদের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন । এদিন বিকালে দলের অনুশীলনেও যেতে পারেন তিনি। বৃহস্পতিবার বিকেলে থেকেই নিজেদের মাঠে ডুরান্ড কাপের প্রস্তুতির জন্য অনুশীলন শুরু করে দিচ্ছে ইমামি ইস্টবেঙ্গল।
কোচিংয়ের দায়িত্বে অবশ্যই বিনো জর্জ। তবে এদিন স্টিফেন বিকালে অনুশীলনে যেতে পারেন। স্টিফেনকে কোচ করার পিছনে সবচেয়ে বড় কারণ হল, দীর্ঘদিন ভারতীয় ফুটবলে কোচিং করানোর জন্য ভারতীয় ফুটবল এবং ভারতীয় ফুটবলারদের হাতের তালুর মতো চেনেন তিনি।
খুবই চেষ্টা হয়েছিল, মঙ্গলবার ইমামি ইস্টবেঙ্গলের চুক্তির অনুষ্ঠানে স্টিফেনকে হাজির করানোর জন্য। কিন্তু শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় মঙ্গলবার আসতে পারেননি তিনি। তার বদলে ভিসা নিয়ে বৃহস্পতিবার শহরে এসেছেন তিনি।
কোলকাতায় পা রাখলেন স্টিফেন কনস্ট্যান্টাইন, আজ ১৩ জন ফুটবলারে নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল
যে ১৩ জন খেলোয়াড় নিয়ে আজ মাঠে মানবে লাল-হলুদ তাঁর হলেন, জেরি লালরিনজুয়ালা, সার্থক গোলুই, অঙ্কিত মুখোপাধ্যায়, মহম্মদ রকিপ, পবন কুমার, প্রীতম সিং, সৌভিক চক্রবর্তী, অমরজিৎ সিং, মোবাশির রহমান, আঙ্গুসানা লুয়াং, অনিকেত যাদব, নাওরেম মহেশ সিং, ও ভিপি সুহের।