নজরবন্দি ব্যুরো: আইপিএলে লিগের শেষ ম্যাচে গত শনিবার, কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়েন্টসের। এই ম্যাচের আলাদাই তাৎপর্য ছিল কলকাতার মানুষের কাছে। কারণ মোহনবাগান ফ্যানদের বিশেষ উপহার দেওয়ার জন্যই লখনউ সবুজ-মেরুন রংঙের জার্সিতে মাঠে নামিয়েছিল।
আরও পড়ুন: একলাফে ফাইনালে ধোনির CSK, নেটপাড়া ঢেকে গেল হলুদ রঙে
কিন্তু অভিযোগ উঠেছিল যে কিছু দর্শককে গ্যালারিতে ধুকতে দেওয়া হয়নি। কারণ তাঁদের জার্সিতে মোহনবাগানের লোগো ও স্কার্ফ ছিল। এই ঘটনা নিয়ে শুরু হয় বিতর্ক। কেকেআর ম্যানেজমেন্টের এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছিল মোহনবাগান। ক্লাবের সাধারণ সচিব দেবাশিস দত্ত কেকেআরের তীব্র নিন্দা করে চিঠি দিয়েছিলেন।
অপর দিকে কেকেআর এর পক্ষথেকে সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘কিছু বিভ্রান্তিকর রিপোর্ট বাজারে ঘুরছে। বলা হচ্ছে, কেকেআর ম্য়ানেজমেন্ট নাকি গত ২০ মে কেকেআর বনাম এলএসজি ম্যাচে ইডেন গার্ডেন্সে ফ্যানদের ঢুকতে বাধা দিয়েছিল। রেকর্ডের জন্য বলে রাখি, কেকেআর ম্য়ানেজমেন্টের সঙ্গে স্টেডিয়ামের ক্রাউড ম্যানেজমেন্টের কোনও সম্পর্ক নেই।

এবার এই ঘটনার সাথে যোগ দিল ইস্টবেঙ্গলও। এই ঘটনার প্রতিবাদ করে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ইস্টবেঙ্গল ও মোহনবাগান জার্সি পরে যারা মাঠে প্রবেশ করছিলেন, তাঁদের বাধা দেওয়া হয়। সেই ঘটনার যাঁরা প্রতিবাদ করেছেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’’
ইডেন বিতর্কে এবার মোহনবাগানের সাথে সামিল হল ইস্টবেঙ্গলও
যোগ করেন, ‘‘সিএবি প্রেসিডেন্ট নিজে সাত-আট বছর খেলেছেন ইস্টবেঙ্গলের হয়ে। সুতরাং কলকাতার এই দুই প্রধানের ঐতিহ্য ও গৌরব সম্পর্কে তিনি ওয়াকিবহাল। সেই ম্যাচের টিকিটে লেখা ছিল না প্রিয় ক্লাবের জার্সি পরে আসা যাবে না।’’