২০২০ দুর্গা পুজোয় কোপ পড়তে পারে অনুষ্ঠান ও আড্ডা জোনের উপর!

নজরবন্দি ব্যুরোঃ ২০২০ দুর্গা পুজোয় কোপ পড়তে পারে অনুষ্ঠান ও আড্ডা জোনের উপর! করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে দেশে। রাজ্যের অবস্থাও খুব খারাপ। প্রতিদিন বাড়ছে তার প্রকোপ। আর অপরদিকে কিছু দিনের মধ্যেই বাংলায় দুর্গা পুজো। কিন্তু এবার করোনার জন্য কি এই পুজো ঠিক করে হবে? এই প্রশ্ন সবার মুখে মুখে। রাজ্যের মুখ্যমন্ত্রীও চান যে দুর্গাপুজো হোক।
আরও পড়ুনঃ এবার নজরে পাবজি (PUBG)! ভারতে নিষিদ্ধ আরও ৪৭ টি চিনা অ্যাপ।
আর মুখ্যমন্ত্রীর এই মনোভাব বুঝতে পেরে মোটামুটি কোমর বাঁধতে শুরু করেছেন কোলকাতার ক্লাব গুলি। কিন্তু কিভাবে হাবে এবার দুর্গা পুজো? আর এই পুজো শুধু কোন ধর্মীও অনুষ্ঠান নয় এই পুজো বাঙালির আবেগ। আর এই আবেগ কে এবার করোনা আবহে কিভাবে সামলানো যায় তা নিয়েই ব্লু প্রিন্ট তৈরিতে বসেছেন প্রশাসনের আধিকারিকরা। কারণ পুজোর সময় যে লক্ষ লক্ষ মানুষের ভির হয় কোলকাতার পুজো মন্ডপ গুলি তে তা সামলানোয় এবার বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে।
তবে এবার পুজো করারা দেখার মধ্যে অনেক বাধা নিষেধ থাকবে।যা পার করেই এবার উৎসব পালন করতে হবে। তবে এবার বেশ কিছু নিয়মের মধ্যে যে গুলি করা যাবেনা এবার তার মধ্যে থাকছে পুজোর সময় এবার কোন অনুষ্ঠানের অনুমতি দেবে না পুলিশ।ক্লাব বা আবাসন গুলিতে পুজোর দিন গুলিতে যে অনুষ্ঠান হয় এবার তা করা যাবে না। এছার কোলকাতার বেশ কইএকটি ক্লাবে এই সময় আড্ডা জোন তৈরি করা হয় এবার সেটাও করা যাবে না।
২০২০ দুর্গা পুজোয় কোপ পড়তে পারে মেলা বা জমায়েতের উপরেও কারণ সামাজিক দূরত্ব বজায় রাখতে গেলে এই সব নিয়ম মানতেই হবে। তবে এই সব পরিকল্পনা এখনো প্রাথমিক স্তরেই আছে। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই তা কার্যকর করা হবে। তাই এই বছর দুর্গা পুজো একটু অন্য রকম ভাবে কাটবে বাঙালির সে কথা বোলার অপেক্ষা রাখে না।