পাচারের ছক বানচাল, উদ্ধার প্রায় ৩ কোটির সোনার বিস্কুট, পুলিশের জালে ১
driver arrested from petrapole border

নজরবন্দি ব্যুরো: পাচারের ঘটনা নতুন নয়! সীমান্ত দিয়ে প্রায়শই পাচারের চেষ্টা চালায় পাচারকারীরা! পুলিশের হাতেনাতে ধরা পড়লেও দিন দিন বাড়ছে পাচারের এই চক্র! ফের একইরকমের এক ঘটনা ঘটল! যদিওবা এবারে পাচারের আগেই পুলিশি তৎপরতায় বানচাল হয় পাচারের ছক। ঘটনাটি ঘটেছে ভারত সীমান্তে।

আরও পড়ুন:Abhishek Banerjee: সুপ্রিম কোর্টেও মিলল না রক্ষাকবচ! অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই

সূত্রের খবর, বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। সেই মুহূর্তে পাচারের আগেই সোনার বিস্কুট উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় এক ট্রাক চালকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া বিস্কুটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

পাচারের ছক বানচাল, ভারতে পাচারের আগেই পুলিশের জালে ধৃত
পাচারের ছক বানচাল, ভারতে পাচারের আগেই পুলিশের জালে ধৃত

জানা গিয়েছে, গোপন সূত্রে পাচারের খবর পান ২৫ মে পেট্রাপোল সীমান্তের ১৪৫ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। আর সেই খবর জানতে পারেন যে, এক ট্রাকচালক একটি খালি ট্রাক নিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে প্রবেশ করতে চলেছে। এই খবর পেয়ে জোর তল্লাশি চালায়।

পাচারের ছক বানচাল, ভারতে পাচারের আগেই পুলিশের জালে ধৃত

এরপর তল্লাশি চালিয়ে কেবিনে স্পিকার বক্সের পিছনে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় ৩৬ টি সোনার বিস্কুট পান। যার ওজন ৪,৭৯৭.১৭৮ গ্রাম। এরপর জওয়ানরা ট্রাক ও সোনা-সহ চোরাকারবারীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, ধৃত পাচারকারীর নাম প্রদীপ রায় চৌধুরী, উত্তর ২৪ পরগনার মতিগঞ্জের বাসিন্দা।

পাচারের ছক বানচাল, ভারতে পাচারের আগেই পুলিশের জালে ধৃত

পাচারের ছক বানচাল, ভারতে পাচারের আগেই পুলিশের জালে ধৃত