পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস, ঘোষণা রাষ্ট্রপতির
Dr CV Ananda Bose appointed as the Governor of West Bengal

নজরবন্দি ব্যুরোঃ লা গণেশনের উত্তরসূরী সিভি আনন্দ বোস, নয়া রাজ্যপাল বাংলার। জগদীপ ধনকড়ের পর রাজ্যপালের উত্তরসূরী হিসাবে নির্বাচিত হন লা গণেশন৷ কিন্তু লা গণেশনের কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট ছিলেন বিজেপি নেতৃত্ব। এরই মধ্যে রাজ্যপাল পদে বদল আনা হল ডঃ সিভি আনন্দ বোসকে। রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ সদ্যজাত নাতনির মধ্যে ঋষি কাপুরের ছায়া, দাদুর স্মরণেই নামকরণ আলিয়া কন্যার

কেরলের বাসিন্দা সিভি আনন্দ বোস, প্রাক্তন আইএএস অফিসার। দীর্ঘ সময় ধরে বিজেপি সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ তাই লা গণেশনের পরিবর্তে তাঁকেই রাজ্যপাল পদে নির্বাচিত করা হয়েছে। জগদীপ ধনকড়ের পর রাজ্যের স্থায়ী রাজ্যপাল নিয়ে প্রশ্ন উঠছিল৷ রাজ্যপালের দৌড়ে একাধিকজনের নাম নিয়ে আলোচনা হয়েছে বিস্তর।

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস, ঘোষণা রাষ্ট্রপতির
Dr CV Ananda Bose appointed as the Governor of West Bengal

এরই মধ্যে লা গণেশনকে অস্থায়ী রাজ্যপাল পদে আনা হয়েছিল। কিন্তু মেঘালয়ের সঙ্গে বাংলার দায়িত্ব সামলানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলের নেতারা। এমনকি তাঁর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে অগ্নিমিত্রা পল, শুভেন্দু অধিকারী ও সৌমিত্র খাঁদের৷ এমনকি কেন্দ্রের বিজেপি নেতাদের কানে এই খবর পৌঁছেছিল বারবার।

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস, ঘোষণা রাষ্ট্রপতির
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস, ঘোষণা রাষ্ট্রপতির

রাজ্যে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরেও নীরব কেন রাজ্যপাল? প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা৷ সদ্য উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত জগদীপ ধনকড়ের যোগ্য উত্তরসূরী কে হবেন? এই নিয়ে জল্পনাও চলেছিল বিস্তর। যদিও কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন খুব শীঘ্রই রাজ্যপাল পদে কাউকে নির্বাচিত করা হতে পারে৷

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস, ঘোষণা রাষ্ট্রপতির

C. V. Ananda Bose: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস, ঘোষণা রাষ্ট্রপতির

সময় ঘুরতেই সিদ্ধান্ত নিল রাইসিনা হিল৷ বাংলার স্থায়ী রাজ্যপাল নিয়ে সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ বর্তমান বঙ্গ রাজনীতির প্রেক্ষিতে জগদীপ ধনকড়ের মতো শাসক দলের বিরুদ্ধে সুর চড়াবেন বর্তমানের রাজ্যপাল? বঙ্গ রাজনীতির ফের যুক্ত হবে রাজ্য বনাম রাজ্যপালের অধ্যায়? প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন রাজনৈতিক বিশ্লেষকরা।