Dostojee: মার্কিন মুলুকে এবার মুক্তি পাচ্ছে ‘দোস্তজী’, থাকছে অস্কারে যাবার সুযোগ!

মার্কিন মুলুকে এবার মুক্তি পাচ্ছে 'দোস্তজী', থাকছে অস্কারে যাবার সুযোগ!
'Dostji' is now being released in the US.

নজরবন্দি ব্যুরোঃ শিরোনামে ‘দোস্তজী’। গোটা বিশ্বে সাড়া ফেলার পর গত ১১ নভেম্বর গোটা দেশে মুক্তি পেয়েছিল নবীন পরিচালক প্রসূন চট্টপাধ্যায়ের প্রথম ছবি। নব্বইয়ের দশকে ভারত- বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক প্রত্যন্ত গ্রামের ভিন্নধর্মী দুই বালকের বন্ধুত্ব এবং চূড়ান্ত বিচ্ছেদের গল্প, ‘দোস্তজী’।

আরও পড়ুনঃ নতুন ছবিতে সলমনের নতুন চমক, এবার গায়ক ভাইজান

মার্কিন মুলুকে এবার মুক্তি পাচ্ছে 'দোস্তজী', থাকছে অস্কারে যাবার সুযোগ!

তারকা থেকে শুরু করে, নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ এই ছবির। টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবির নিবেদক। কথক টকিজের কথক টকিজের ব্যানারে মুক্তি পেয়েছিল এই ছবিটি। আর এবার সাগরপারেও পৌঁছে যাবে বাংলা এই কাহিনী চিত্রটি।

Dostojee: মার্কিন মুলুকে এবার মুক্তি পাচ্ছে 'দোস্তজী', থাকছে অস্কারে যাবার সুযোগ!

শুধু তাই নয়, অস্কার মনোনয়নে যাওয়ার সুযোগ আসছে ‘দোস্তজি’র কাছে। যা বাংলা সিনেমার কাছে বিরল প্রাপ্তি। ক্যালিফোর্নিয়ার ফিল্ম ডিসট্রিবিউশন সংস্থা বায়োস্কোপ ফিল্মস এলএলসি পেয়েছে ছবিটি মার্কিন মুলুকে দেখানোর স্বত্ত্ব। সব মিলিয়ে আমেরিকার ২৬টি প্রদেশের ৭৫টি শহরে মুক্তি পাবে ‘দোস্তজী’।

মার্কিন মুলুকে এবার মুক্তি পাচ্ছে ‘দোস্তজী’, থাকছে অস্কারে যাবার সুযোগ!

Dostojee: মার্কিন মুলুকে এবার মুক্তি পাচ্ছে 'দোস্তজী', থাকছে অস্কারে যাবার সুযোগ!

এর ফলে ২০২৪ সালের অস্কারে যাওয়ারও সুযোগ থাকছে ছবিটির। এছাড়াও কানাডার ১৫টি শহর, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ১০টি শহর, আরব দেশের আবু ধাবি, শারজা, দুবাই ও আজমানেও মুক্তি পাচ্ছে সুপারহিট এই বাংলা ছবি।