CR7: আল নাসরে প্রতি সেকেন্ডে রোনালদোর আয় কত জানেন?

আল নাসরে প্রতি সেকেন্ডে রোনালদোর আয় কত জানেন?
Do you know how much Ronaldo earns per second in Al Nasr?

নজরবন্দি ব্যুরো: ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে গত ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘অখ্যাত’ আল নাসরে যোগ দিলেও রোনালদো বেতন পাচ্ছেন বিশাল অঙ্কের। দুই বছরের চুক্তিতে প্রতি বছর তিনি পকেটে পুড়বেন ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুনঃ মেসির বাবা সৌদি আরবে, এবার তাহলে মেসির সৌদি যাত্রা ফাইনাল? জল্পনা তুঙ্গে

21 8

বছরে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হওয়ায় রোনালদো প্রতি মাসে পাচ্ছেন ১৬.৬ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি দিন তার বেতন প্রায় ৫ কোটি ৮৬ লাখ টাকা। ঘণ্টার হিসাবে পরিমাণটা প্রায় ২৪ লাখ টাকা।

আল নাসরে প্রতি সেকেন্ডে রোনালদোর আয় কত জানেন?

20 8

এবার আসা যাক মিনিট ও সেকেন্ডের হিসাবে। বছরে ২০০ মিলিয়ন মার্কিন ডলার পেলে প্রতি মিনিটে রোনালদো পান ৪০ হাজার টাকা। আর প্রতি সেকেন্ডে? এক সেকেন্ডে তার আয় ৬৭৮ টাকা। বলা যায়, আল নাসরে ঘুমিয়ে থেকেও রোনালদো আয় করছেন!

23 7