জরুরী ভিত্তিতেও শুনতে রাজি নয় ডিভিশন বেঞ্চ, অভিষেকের মামলা ফিরল প্রধান বিচারপতির কাছেই
division bench did not agree to hear abhishek case

নজরবন্দি ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনেও জরুরী ভিত্তিতে মামলা শুনতে রাজি হল না ডিভিশন বেঞ্চ। পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে বলেই দাবি করেছে ডিভিশন বেঞ্চ। অবশেষে অভিষেক-কুন্তলের মামলা ফিরল প্রধান বিচারপতি অমৃতা সিন‌্হার কাছেই। জানা গিয়েছে, সোমবার থেকেই কলকাতা হাইকোর্টে গ্রীষ্মাবকাশ! আর তার আগে শনি ও রবি আদালত বন্ধ থাকবে। আর আজ শুক্রবার বেশ কয়েকটি পূর্বনির্ধারিত মামলা রয়েছে।

আরও পড়ুন: Weather Update: কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কালবৈশাখীর পূর্বাভাস! তছনছ হবে তিলোত্তমা?

তাই এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পূর্বনির্ধারিত অনেক মামলার রয়েছে। সেই গুলির রায় ঘোষণা করতে হবে। সেগুলো সাইটে আপলোডের কাজ রয়েছে। শুক্রবার তাঁদের অনেক কাজ, সেই কারণেই অভিষেকের আবেদন শুক্রবার শুনতে পারবেন না তাঁরা। এই মামলার প্রসঙ্গে বিচারপতি সুব্রত তালুকদার জানান যে, যেহেতু ডিভিশন বেঞ্চ এই মামলা শুনতে পারবে না। তাই আপনারা অবকাশকালীন বেঞ্চে যেতে পারেন। এরপরেই এই মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। অবশেষে এই মামলায় প্রধান বিচারপতির এজলাসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের আইনজীবীরা।

জরুরী ভিত্তিতেও শুনতে রাজি নয় ডিভিশন বেঞ্চ, পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে
জরুরী ভিত্তিতেও শুনতে রাজি নয় ডিভিশন বেঞ্চ, পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে বলেই অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। এরপরেই শুরু হয়, রাজনৈতিক শোরগোল! তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন। এখানেই শেষ নয়, যার জেরে ওই মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহাকে।

জরুরী ভিত্তিতেও শুনতে রাজি নয় ডিভিশন বেঞ্চ, পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে

এরপরে বৃহস্পতিবার অভিষেকের মামলায় রায়দান ছিল। সেই রায়দানে বিচারপতি অমৃতা সিনহা জানান যে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল রইল। অর্থাৎ আদালত জানায় যে, কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে ইডি সিবিআই চাইলে অভিষেককে জেরা করতে পারবে। শুধু তাই নয়, আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে অবিলম্বে ২৫ লক্ষ টাকা করে অর্থাৎ মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি

জরুরী ভিত্তিতেও শুনতে রাজি নয় ডিভিশন বেঞ্চ, পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে

জরুরী ভিত্তিতেও শুনতে রাজি নয় ডিভিশন বেঞ্চ, পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে