এবার করোনাতে আক্রান্ত হলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ফের এক শাসক বিধায়ক করোনায় আক্রান্ত হলেন। এবার করোনার আক্রান্ত হলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। নিজেই ফেসবুক পোস্ট করে একথা জানিয়েছেন বিধায়ক। এর ফলে তৃণমূলের যে আক্রান্ত বিধায়কের তালিকা তাতে আরও একটি নাম জুড়ল।মঙ্গলবার রাতে ফেসবুকে উদয়ন গুহ লেখেন, “আমি করোনা পজিটিভ”।

আরও পড়ুনঃ অব্যাহত করোনার দুর্বার গতি, রাজ্যে আক্রান্ত বেড়ে ৪৭ হাজার মৃত্যু ১১৮২ জনের।

এর ঠিক দুদিন আগে কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংয়ের করোনা ধরা পড়ে। সংক্রমণের পরিধি বাড়ায় জনপ্রতিধিরাও আক্রান্ত হচ্ছেন। তৃণমূলের নেতা কর্মীরা একের পর এক আক্রান্ত হচ্ছেন সোমবারই আক্রান্ত হন পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস।কয়েকদিন আগেই দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলও করোনা আক্রান্ত হন। করোনা সংক্রমণ ধরা পড়ায় চিকিত্‍সার জন্য কলকাতায় আনা হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকেও।

উল্লেখ্য, এর আগে ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ করোনা আক্রান্ত হয় মারা যান গত ২৪ জুন। দীর্ঘদিন তিনি কোভিডের সঙ্গে লড়াই করেছিলেন। আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্‍সার পর সুস্থ হন বিধাননগরের বিধায়ক। এছাড়াও পানিহাটির বিধায়ক তথা বিধানসভার তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। তিনিও সুস্থ হয়ে উঠেছেন।অপর দিকে রাজ্যে অব্যাহত করোনার দুর্বার গতি, করোনার বাড়বাড়ন্ত অবস্থা দেখে ঘোষণা করা হয়েছে এবার থেকে সপ্তাহে দুদিন সম্পূর্ন স্তব্ধ থাকবে রাজ্য। অর্থাৎ পূর্নাঙ্গ লকডাউন এবং যথারীতি রাজ্যের কনটেনমেন্ট জোন গুলোতে বহাল থাকবে লকডাউনের বিধি।

রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৬১ জন! নতুন ২ হাজার ২৬১ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৩০ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৩৫ টি। ৩৫ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮২।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬১৭ জন। এদিনের ১৬১৭ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ৩৫ জন। এদিন ১৬১৭ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৯.৬১ শতাংশ করোনা আক্রান্ত।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল নাগাল্যান্ডে

আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল নাগাল্যান্ডের ৬ জেলায়

আজ ১৯ এপ্রিল। শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। একদিকে যখন বাংলায় ভোটদানের হার সাংঘাতিক রকম ভালো সেখানে নাগাল্যান্ডের ৬ জেলায় প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল।
বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

তিনি জানিয়েছেন, 'রংটা কমলা। ছয় সাতমাস আগে আমরা ডিডি ইন্ডিয়ার লোগোও একই রঙের করেছি জি ২০ এর আগে। তাই সেটার সঙ্গে মিল রাখতেই এটাকে পাল্টানো হল যাতে একই রকম লাগে দেখতে।'
দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

পশ্চিমবঙ্গের তিন আসনে প্রথম দফায় ভোট চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে। দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ।
ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ওই ENPO। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা। তাই এখন পর্যন্ত ভোটদান শূন্য।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Lifestyle and More...