নজরবন্দি ব্যুরোঃ করোনার কারণে গত দু’বছর না হলেও বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে বিশ্ববাংলা শিল্প সম্মেলন। আর এই সম্মেলন নিয়ে যথেষ্ট আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মেলনের প্রথম দিনই রাজ্যে বড় বিনিয়োগের কথা জানিয়েছেন আদানি গোষ্ঠীর গৌতম আদানি, জিন্দাল গোষ্ঠীর সজ্জন জিন্দাল এবং সঞ্জীব গোয়েঙ্কা।
আরও পড়ুনঃ ভারত সফরে বরিস জনসন, লক্ষ্য শিল্পপতিদের থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি আদায়
আর আজ সম্মেলনের শেষ দিনে শাস্ত্র ক্ষেত্রে বড় বিনিয়োগ এল বাংলায়। আর এই বিনিয়োগের অন্যতম নাম চিকিৎসক দেবী শেঠি। তিনি আজ ঘোষণা করেন রাজ্যে তিনি আরও ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন একইসঙ্গে তিনি এই রাজ্যে গড়তে চান আরও একটি সুপার ফেসিলিটি হাসপাতাল।

বৃহস্পতিবার শিল্প সম্মেলনে যোগ দিয়ে নারায়না গ্রুপের চেয়ারম্যান দেবী শেঠি স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা করেন। বলেন, ”আমি নিশ্চিত আমাদের পরিষেবা বাংলায় আরও বাড়ানো উচিৎ। আমরা এখানে আরও একটি হাসপাতাল গড়তে চাই। জমির জন্য অপেক্ষা করছি। অন্তত এক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। রাজ্যকে এ বিষয়ে প্রস্তাব জমা দেওয়া হয়েছে।”
শিল্প সম্মেলন থেকে বড় ঘোষণা ডাক্তার দেবী শেঠির, রাজ্যে বিনিয়োগ করবেন ১ হাজার কোটি
সূত্রের খবর নারায়না গ্রুপের ১০০০ কোটি ছাড়াও আরও ৩৫০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে। এর মধ্যে অ্যাপোলো হাসপাতাল গ্রুপ এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্যে। পাশাপাশি রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতাল সংস্থা তাদের তরফে বিনিয়োগের আশ্বাস দিয়েছে রাজ্যকে।