এবার উত্তম কুমারের চরিত্রে দেব? জল্পনা তুঙ্গে টলি পাড়ায়
Dev in the role of Uttam Kumar?

নজরবন্দি ব্যুরোঃ ১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ছবি ‘নায়ক’, সে ছবির নায়ক ছিলেন বাংলার মহানয়ক উত্তম কুমার। শোনা যাচ্ছে সত্যজিতের সেই নায়ক ছবি নিয়েই নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন দেব। যার মুখ্য চরিত্রে থাকবেন তিনি নিজেই। ছবি পরিচালনা করছেন রামকমল মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ এবার ফেলুদা হতে চান দেব! নিজের ইচ্ছে নিয়ে সন্দীপ রায়ের কাছে খোকাবাবু

অনেকেই হয়ত এ খবর শুনে ভাববেন সত্যজিৎ পরিচালিত ‘নায়ক’ ছবির রিমেক হতে চলেছে এটি। কিন্তু না, শোনা যাচ্ছে রিমেক নয়, ‘নায়ক’ ছবির প্রতি শ্রদ্ধা জানিয়েই তৈরি হবে দেবের নতুন ছবি। পরিচালক রামকমল কিংবা প্রযোজক-অভিনেতা দেব যদিও নতুন ছবি নিয়ে মুখ খুলতে নারাজ।

Tollywood News: এবার উত্তম কুমারের চরিত্রে দেব? জল্পনা তুঙ্গে টলি পাড়ায়

তবে শোনা যাচ্ছে, পিরিয়ডিক সিনেমা নিয়ে রামকমলের গবেষণা দেখে মুগ্ধ হয়েই সত্যজিৎ রায়ের ‘নায়ক’কে নতুন আঙ্গিকে পরিবেশন করার পরিকল্পনা করেছেন টলিপাড়ার সুপারস্টার। এবার প্রশ্ন উঠছে, দেবকে যদি উত্তম কুমারের ভূমিকায় দেখা যায়, তাহলে ‘নায়ক’-এর শর্মিলা ঠাকুর হিসেবে কি রুক্মিণী মৈত্র ধরা দেবেন?

এবার উত্তম কুমারের চরিত্রে দেব? জল্পনা তুঙ্গে টলি পাড়ায়

Tollywood News: এবার উত্তম কুমারের চরিত্রে দেব? জল্পনা তুঙ্গে টলি পাড়ায়

না এর উত্তর অবশ্য মেলেনি। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতেও অভিনয়ের কথা ঘোষণা করেছেন দেব। ফেলুদার ভূমিকায় অভিনয় করার জন্য সন্দীপ রায় এর সাথে কথা বলেছেন নায়ক। আর এসবেরই মাঝে সামনে এল দেবের মহানায়ক উত্তম কুমারের জুতায় পা গলানোর খবর।

Tollywood News: এবার উত্তম কুমারের চরিত্রে দেব? জল্পনা তুঙ্গে টলি পাড়ায়