করোনা যুদ্ধে এবার হাত মিলিয়ে লড়াইয়ে নামলেন দুই তারকা সৌরভ ও দেব।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ করোনা যুদ্ধে এবার হাত মিলিয়ে লড়াইয়ে নামলেন দুই তারকা সৌরভ ও দেব। মারণ করোনার কামড়ে আক্রান্ত গোটা দেশ। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে দেশের চিকিৎসামহল থেকে সাধারণ মানুষ। পিছিয়ে নেই তারকারাও। সোনু সুদ-অমিতাভ বচ্চন থেকে শচীন-কোহলি সকলেই নিজেদের মত করে লড়াইয়ে যোগ দিয়েছেন। যার জেরে ধীরে ধীরে মারণ ভাইরাসকে বাগে আনছে দেশ। তবে লড়াই যে এখনও অনেকটাই বাকি তা মানছেন সকলেই।

আরও পড়ুনঃ করোনাকালে ‘আচ্ছে দিন’, বৃদ্ধি পেল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা।

আর এবার কোভিড আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে হাতে হাত মেলালেন বাংলার দুই তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং দেব। তাঁদের যৌথ উদ্যোগে এবার খাবার পৌঁছে যাবে কোভিড পজিটিভদের পরিবারে। প্রসঙ্গত  দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ঘাটালের সাংসদ দেব নেমে পড়েছেন লড়াইয়ে। ঘাটালে করোনার সেফ হোম তৈরি ছাড়াও ডেবরায় নিজের অফিসকে জরুরি পরিস্থিতিতে আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করেছেন। করোনার হেল্পলাইন নম্বর চালু, কমিউনিটি কিচেন তৈরি থেকে করোনা রোগীদের বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া তাঁর কাজের তালিকা বেশ লম্বা। এছাড়া কলকাতায় নিজের রেস্তোরাঁ থেকে রোগীদের খাবার পৌঁছে দিচ্ছেন তিনি।

এছাড়া গতকালই দেহ সৎকারের সমস্যা মেটাতে ঘাটালে শ্মশান তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে কাজ চালিয়ে যাচ্ছেন সৌরভের টিমও। ইতিমধ্যেই অতি প্রয়োজনীয় ৫০ টি অক্সিজেন কনসেন্ত্রেটর পৌঁছে দিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের হাসপাতালে। আর এবার দুই তারকা হাত মিলিয়েছেন করোনা রোগীদের খাবার পৌঁছে দেওয়ার জন্য। এনিয়ে দেব জানান, “দাদার টিমের তরফে কয়েকজন আমাদের সঙ্গে যােগাযােগ করেছিল। আমাদের মতােই ঘাটালে কোভিড আক্রান্তদের পরিবারকে খাবার দিয়ে সাহায্য করতে চায় দাদার টিমও। আমরা তাে আগে থেকেই ঘাটালের পাশাপাশি কলকাতাতেও কেভিড রােগীদের বাড়ি খাবার পৌঁছে দিচ্ছিলাম। তাই যখন প্রস্তাবটা পেলাম, একবারেই রাজি হয়ে যাই।  এনিয়ে চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছে।”

করোনা যুদ্ধে এবার হাত মিলিয়ে লড়াইয়ে নামলেন দুই তারকা সৌরভ ও দেব। এরপরই যােগ করেন, “এই কঠিন সময় মানুষের পাশে দাঁড়ানােটা খুব দরকার। দেব না সৌরভ গাঙ্গুলি, সেটা বড় কথা নয়। সবাই একসঙ্গে লড়লে তবেই অতিমারীর বিরুদ্ধে জেতা যাবে।”

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রথম দফাতেই 'অশান্ত 'বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

প্রথম দফাতেই ‘অশান্ত ‘বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

আজ (১৯ এপ্রিল) থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। প্রথম দফাতে উত্তরবঙ্গের তিন আসনে ভোট গ্রহণ চলছে। শুক্রবার সকাল থেকেই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে নির্বাচন...
নজর কাড়লেন 'কমরেড' অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

নজর কাড়লেন ‘কমরেড’ অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

আর এদিন অধীরকে কেউ আগে থেকে না চিনলেই ধরতেই পারতেন না যে তিনি কংগ্রেস নেতা। কাস্তে-হাতুড়ি-তারার সাদা উত্তরীয় গলায় দিয়ে অধীরকে কোনও অংশেই 'কমরেড'-এর চেয়ে কম মনে হয়নি। বরং মনে হচ্ছিল তিনি যেন দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতা!
এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

আমাদের দিদা ঠাকুমারা বলতেন, টক খেলে গায়ে রোদ লাগে না। কথাটা একদমই ভুল নয়। শরীর ঠাণ্ডা করতে সাহায্য করে কাঁচা আম। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কম। জেনে নিন কীভাবে বানাবেন?
জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

ভোট বড় বালাই! জনগণের আস্থা অর্জন করতে যে কখন কি করতে হয় জনপ্রতিনিধিদের তা তাঁরা নিজেও জানেন না। ঠিক সেরকমই বিরল দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ায়। সেখানের বিদায়ী সাংসদ সুভাষ সরকার একেবারে মগে করে জল নিয়ে রীতিমতো যত্নের সঙ্গে স্নান করিয়ে দিলেন এক ভদ্রলোককে!
রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

আগামীকাল, শুক্রবার থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ। এবার শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। 

Lifestyle and More...