নজরবন্দি ব্যুরো: উৎসবের মরশুম চলছে। কয়েকদিন পরই রাজ্য তথা দেশজুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি। এই দিনে কোথাও হয় লক্ষ্মী পুজো আবার কোথাও কালী পুজো করা হয়। কলকাতায় এবার প্রথম পালন করা হবে দেব দীপাবলি উৎসব। বারাণসীর ধাঁচেই সেজে উঠছে বাজে কদমতলা ঘাট। উৎসবের সূচনায় হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ধনতেরাসের আগে সস্তা সোনা, উৎসবের মরশুমে বানিয়ে ফেলুন মনপসন্দ গহনা
কলকাতা পুরসভা সূত্রে খবর, আগামী ২৬ ও ২৭ নভেম্বর কলকাতার বাজে কদমতলা ঘাটে দেব দীপাবলি আয়োজিত হবে। এই উৎসবকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কার্তিক স্নান বা গঙ্গাস্নান, দীপদান বা প্রদীপ প্রজ্জলন, গঙ্গা আরতি। বারাণসীর ধাঁচেই দেব দীপাবলি পালন করা হয়েছে। কলকাতা পুরসভা ২৪/৩০ ফুটের মঞ্চ তৈরি করেছে। উপরি পাওনা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। তারকা-বিধায়ক অদিতি মুন্সি প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ তারিখ সঙ্গীতানুষ্ঠান করবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানেই উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও জানা গিয়েছে, দেব দীপাবলিতে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হবে। প্রথম দিন ভোগ হিসেবে থাকবে পুরি-সবজি, ক্ষীর এবং দ্বিতীয় দিনে ভোগ হিসেবে দেওয়া হবে পুরি-আলুরদম, হালুয়া। পুরসভার আধিকারিকরা ১০ টি নৌকা সহ দুটি লঞ্চে গঙ্গা পরিদর্শন করবেন। ঘাটে আসা মানুষরা গঙ্গাবক্ষে বসেই ডান্ডিয়া নৃত্য চাক্ষুষ করতে পারবেন।
দেশের বিভিন্ন অংশে কার্তিক পূর্ণিমার দিন পালিত হয় দেব দীপাবলি। এই দিনে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর ও ঘাট চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো করে সেজে ওঠে। জ্বলে ওঠে লক্ষ লক্ষ প্রদীপ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সেই দৃশ্যের সাক্ষী থাকতে আসেন। এবার ঠিক সেইভাবেই কলকাতায় প্রথম দেব দীপাবলি পালন করা হবে। মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, এবার থেকে প্রতি বছরই দেব দীপাবলি উৎসব পালন করা হবে।
কলকাতায় প্রথম বারাণসীর ধাঁচে দেব দীপাবলি পালন, উৎসবের সূচনায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী
