মানসিক অবসাদ হার্ট অ্যাটাকের অন্যতম কারণ, বলছে গবেষণা
depression is a cause of hearth attack

নজরবন্দি ব্যুরোঃ কমবয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা বেশী হয়। হ্যাঁ এমনই তথ্য উঠে এলো গবেষণা থেকে। শুধু তাই নয় মানসিক অবসাদও নাকি হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। বলছে গবেষণা। জানা যাচ্ছে ২০ থেকে ৩০ বছর বয়সী মানুষদের মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত আরও পরিমানে বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুনঃ ১৫ মাসের শিশুকে তুলে আচার মারলেন স্বামী, অভিযোগ দায়ের অভিনেত্রীর

কম বয়সীদের মধ্যে হৃদরোগের সমস্যা বাড়ার একমাত্র কারণ হল মানসিক অবসাদ। কারণ এখন কার প্রজন্মের মধ্যে বেশিরভাগই মানসিক অবসাদ বা ডিপ্রেশনের স্বীকার। গবেষণা থেকে জানা যাচ্ছে মানসিক অবসাদ, ডিপ্রেশন, অতিরিক্ত চিন্তা, দীর্ঘদিন অনিদ্রা হৃদযন্ত্র এবং তার সাথে যুক্ত শিরা উপশিরার ওপর চাপ ফেলে। এর ফলে হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দেয়।

Heart attacks also common in young adults: Study

সম্প্রতি চিনে এই বিষয়টি নিয়ে গবেষণাও হয়। সেখানে বলা হয়েছে যে “কমবয়সিদের মধ্যে মানসিক অবসাদ এবং উদ্বেগ খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই মানসিক সমস্যার সঙ্গে হার্টের স্বাস্থ্যের যোগ রয়েছে। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি জীবনধারায় পরিবর্তন আনতে না পারলে এই সমস্যার মোকাবিলা করা একেবারেই সম্ভব নয়।”

মানসিক অবসাদ হার্ট অ্যাটাকের অন্যতম কারণ, কি বলছে গবেষকরা? 

Is There Such thing as “Too Young” for a Heart Attack? | UofL Health
মানসিক অবসাদ হার্ট অ্যাটাকের অন্যতম কারণ, কি বলছে গবেষকরা? 

তবে শুধু মাত্র যে কম বয়সীদের মধ্যেই হৃদরোগের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু নয়। বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে বহু আগে থেকেই এই সমস্যার আধিক্য অনেক বেশী। আর এখন বর্তমান সময় মানুষিক অবসাদ বয়স্কদের মধ্যেও বাড়ছে ফলে। তাঁদের আরও বেশী শতাংশ সেই সমস্যা বাড়ছে।