নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে কলকাতা ছেড়ে মুম্বইয়ের কাজে মন দিয়েছেন অভিনেত্রী অদ্রিজা রায়। এখন তিনি বাংলা সিরিয়ালের পরিবর্তে করছেন হিন্দি সিরিয়াল। তার সেই নতুন হিন্দি সিরিয়ালের নাম ‘ইমলি’। এমনকি তার চরিত্রের নামও ‘ইমলি’। তবে হঠাৎ করেই শুটিং সেটে নেমে আসে বিপদের ছায়া।
আরও পড়ুনঃ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি করণ জোহরের জীবন কাহিনী
সিরিয়ালের শুটিং চলাকালীন মৃত্যুর কোলে ধলে পরে এক কুশলী। সেই সময় চলছিল আউটডোর শুটিং। ফ্লোরের বাইরেই শুটিং চলছিল। তখন হঠাৎ করেই বিদ্যুতের শক লেগে মৃত্যু হয় ফ্লোরের লাইটম্যানের। এই ঘটনাটির পর শুটিং ফ্লোরের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’।
এই বিষয়ে সঠিক তথ্য জানার জন্য ‘ইমলি’ অথাৎ অভিনেত্রী অদ্রিজা রায়ের সাথে যোগাযোগ করে প্রথম সারির এক সংবাদ মাধ্যম। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “সত্যিই খুবই খারাপ ঘটনা। গল্প অনুযায়ী আমাদের এখন শুধুই আউটডোর শুটিং চলছে। এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমি মেকআপ রুমে ছিলাম।
হিন্দি সিরিয়াল ‘ইমলি’র সেটে মৃত্যু! কি জানালেন অদ্রিজা
শুনলাম বিদ্যুতের শকেই মৃত্যু হয়েছে আমাদের লাইটম্যান দাদার। ওঁর বয়স ২৭ কিংবা ২৮ বছর হবে। তাই ওই দিন আমাদের শুটিংও বন্ধ রাখা হয়েছিল। তবে সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠার কথা হয়। খুবই সুরক্ষিত পরিবেশে আমরা কাজ করি।”