এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু, সমস্যা হবে তদন্তে

এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু, সমস্যা হবে তদন্তে
Death of Bhanu Bagh

নজরবন্দি ব্যুরো: এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু। কটকের হাসপাতালে ভোর তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় দীর্ঘপথ বাইকে গিয়ে কটকের হাসপাতালে ভরতি হয়েছিলেন ভানু। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে খবর।

আরও পড়ুন: শহিদ মিনারে বিশাল জনসভার ডাক দিল কংগ্রেস, ঘোষণ করলেন অধীর চৌধুরী

এবার বিস্ফোরণের তদন্তে কী পদক্ষেপ করবে সিআইডি, সেটাই প্রশ্ন সব মহলে।পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভানুর দেহ পড়শি রাজ্য থেকে আনতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্যপুলিশ। পুলিশ সূত্রে খবর, ভানুর শেষকৃত্যের পর তাঁর ছেলেকে হেফাজতে নেওয়া হবে।

এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু, সমস্যা হবে তদন্তে

এগরা বিস্ফোরণ মামলায় ভানু, তাঁর পুত্র ও ভাইপো— তিনজনকে মূল অভিযুক্ত হিসেবে মামলা দায়ের হয়েছিল। ভানুর ছেলে পৃত্থীজিৎ বাগকে কটক সদর থানায় নিয়ে এসে নথি তৈরি করে রাজ্যে ফেরত নিয়ে যায় সিআইডি। আজ আদালতে তোলা হবে ভানুর ছেলেকে।

এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু, সমস্যা হবে তদন্তে

রাতে কটকের হাসপাতাল কর্মী, চিকিৎসক, নার্স, অ্যাটেন্ডেন্টদের দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বৃহস্পতিবার রাতে ভানুকেও জিজ্ঞাসাবাদের চেষ্টা করে সিআইডি। যদিও কথা বলার মতো অবস্থায় থাকলেও জেরায় কিছুই জানাতে চাননি তিনি।

এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু, সমস্যা হবে তদন্তে

এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু, সমস্যা হবে তদন্তে

ঘটনায় মূল যে অভিযুক্ত তাঁর মৃত্যু হয়েছে। ফলত ভানু বাগের মৃত্যুতে তদন্তকারী অফিসারদের একটু সমস্যা হবে তা মনে করা হচ্ছে। কীভাবে সম্পূর্ণ ঘটনা ঘটেছিল অথবা যা মনে করা হচ্ছে যে বিস্ফোরণ হয়েছে বাজি পরীক্ষা করার সময় এই সব তথ্য ভানু বাগের কাছ থেকে যাচাই করার প্রক্রিয়া ব্যহত হবে বলেই মনে করা হচ্ছে।