WHO: করোনার থেকেও মারাত্মক রোগ আসতে চলেছে! বিশ্ববাসীকে সতর্ক করলেন WHO-র প্রধান

করোনার থেকেও মারাত্মক রোগ আসতে চলেছে! বিশ্ববাসীকে সতর্ক করলেন WHO-র প্রধান
deadly disease is going to come from Corona

নজরবন্দি ব্যুরো: সবে করোনার জাল থেকে বেরিয়ে এসেছে বিশ্ববাসী। আর এর মধ্যেই সতর্কবার্তা দিল হু। কোভিডের থেকেও মারাত্মক আরেকটি ভাইরাসের জন্য প্রস্তুতি নেওয়া উচিত বিশ্ববাসীর। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য পরিষদের এক সভায় সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর তেদ্রোস অ্যাধানম ঘেব্রেইসাস।

আরও পড়ুন: বিস্ফোরণে স্বজনহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, এগরায় তৈরী হচ্ছে হ্যালিপ্যাড

তিনি জানিয়েছেন, কোভিড মহামারি থেকে শিক্ষা নিয়ে বিশ্বকে ভবিষ্যতে আরও মারাত্মক রোগের জন্য প্রস্তুত থাকতে হবে। কোভিডের পর বিশ্ব একটি ‘দীর্ঘ, অন্ধকারময় সুড়ঙ্গ’ থেকে বেরিয়ে এসেছে। কাজেই মহামারির আগে যেমনটা চলছিল, সেই একইভাবে আর চলা যাবে না।

WHO: করোনার থেকেও মারাত্মক রোগ আসতে চলেছে! বিশ্ববাসীকে সতর্ক করলেন WHO-র প্রধান

তিনি আরও বলেন, ‘কোভিড নিয়ে এখনই নিশ্চিন্ত হবেন না। কোভিড অতিমারি একমাত্র আশঙ্কার কারণ নয়। সব রকম পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। খুব শীঘ্রই পরবর্তী অতিমারি হানা দিতে চলেছে। তখন আমাদের সকলকে সম্মিলিত ভাবে সেই অতিমারি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’।

করোনার থেকেও মারাত্মক রোগ আসতে চলেছে! বিশ্ববাসীকে সতর্ক করলেন WHO-র প্রধান

WHO: করোনার থেকেও মারাত্মক রোগ আসতে চলেছে! বিশ্ববাসীকে সতর্ক করলেন WHO-র প্রধান
করোনার থেকেও মারাত্মক রোগ আসতে চলেছে! বিশ্ববাসীকে সতর্ক করলেন WHO-র প্রধান

হু প্রধান আরও জানিয়েছেন, কোভিড এখনও বিশ্বের অন্যতম সমস্যা হিসেবে রয়ে গিয়েছে। তবে তা আর আগের মতো গুরুতর সমস্যা নয়। এর আগে কোভিড আর বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত জরুরী অবস্থা নয় বলে ঘোষণা করেছিল হু। ডক্টর ঘেব্রেইসাস বলেছেন,’কোভিড-১৯ এর সমাপ্তি কোনও খারাপ স্বপ্নের শেষ নয়। যে ঘুম ভেঙে গেলেই তার শেষ হয়ে যাবে। আমরা আগের মতো উদাসীন হয়ে চলতে পারি না’।

WHO: করোনার থেকেও মারাত্মক রোগ আসতে চলেছে! বিশ্ববাসীকে সতর্ক করলেন WHO-র প্রধান