নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর। ফের বাড়তে চলেছে বেতন। এবার ৬ শতাংশ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা (DA)। যার জেরে একলাফে অনেকটাই বাড়বে বেতনের অঙ্ক। যদি ৬ শতাংশ ডিএ বৃদ্ধি হয় তবে তা বেড়ে ৪০ শতাংশ হয়ে যাবে। এর ফলে উপকৃত হবেন ৪৭ লক্ষ কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।
আরও পড়ুনঃ ‘জাতীয় পতাকার রং অশুভ’! মোদীকে প্রশ্ন ছুঁড়ে বিস্ফোরক ওয়াইসি
মূল্যবৃদ্ধির মাঝে এটি বড় স্বস্তি বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত কর্মচারিদের বেতন ও পেনশনভোগীদের পেনশনের একটা বড় অংশই হল ডিএ। সপ্তম পে কমিশন অনুযায়ী সরকার বছরে ২ বার, জানুয়ারি ও জুলাইতে ডিএ বৃদ্ধির ঘোষণা করে। প্রসঙ্গত গত বছরের জুলাই মাসে সপ্তম বেতন কমিশনের সুপারিশে মহার্ঘ ভাতা বাড়ানো হয়।
১৭ শতাংশ থেকে বাড়িয়ে তা ২৮ শতাংশ করা হয়েছে। এরপরই অক্টোবরে ফের ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হয়। তবে তা কার্যকর ধরা হয় ২০২১ সালের ১ জুলাই থেকে। যার ফলে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দাঁড়ায় ৩১ শতাংশে। এরপর ফের ২০২২ সালের জানুয়ারিতে ৩ শতাংশ বাড়ানো হয়। যার ফলে মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়ায় ৩৪ শতাংশে।
উল্লেখ্য, বছরে সাধারণত দু’বার সংশোধিত হয় মহার্ঘ ভাতা। গত জুন থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের নজর রয়েছে ডিএ বৃদ্ধির দিকে। তবে এখনও কোনও ঘোষণা হয়নি। কিন্তু মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি তা ঘোষণা হবে। কিভাবে বাড়বে বেতন? উদাহরণ এই রকম। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সর্বাধিক বেসিক বেতন ৫৬,৯০০ টাকা।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! বাড়তে চলেছে DA
বর্তমানে, তাঁরা ৩৪ শতাংশ হারে ১৯,৩৪৬ টাকা মহার্ঘ ভাতা পান। ডিএ বেড়ে ৪০ শতাংশ হলে, নতুন মহার্ঘ ভাতা হলে ২২,৭৬০ টাকা। অর্থাৎ ওই কর্মী প্রতি মাসে ৩,৪১৪ টাকা বেশি পাবেন। অপর দিকে ন্যূনতম বেসিক বেতনের ক্ষেত্রে, বর্তমানে ১৮,০০০ টাকার মূল বেতনে প্রতি মাসে ৬,১২০ টাকা পাওয়া যায়। কিন্তু ডিএ ছয় শতাংশ বৃদ্ধি পেলে তা প্রতি মাসে ১,০৮০ টাকা বেশি পাবেন।