নজরবন্দি ব্যুরো: ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা! আবহাওয়া দফতর জানিয়েছে যে, শীঘ্রই সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত! আর ক্রমেই সেই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এপ্রসঙ্গে মৌসম ভবন জানিয়েছে যে, উত্তর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে আগামী ২৯ সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত ৩০ সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হবে। তবে এই সিস্টেমটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে এখনও কোনও আপডেট দেয়নি হাওয়া অফিস।
আরও পড়ুন: ওড়িশা থেকে উদ্ধার বিশ্বভারতীর অপহৃত বিদেশি পড়ুয়া, নেপথ্যে কোটি কোটি টাকার লেনদেন!
রিপোর্ট অনুযায়ী, এই ঘূর্ণাবর্তের জেরে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে, আগামী সপ্তাহেই ভারত থেকে বিদায় নিতে চলছে বর্ষা। আর তারআগে আজও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির দেখা মিলেছে। আজ, শনিবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে।

এখানেই শেষ নয়, বৃষ্টির দাপট এখনও চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, আগামী দু’দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে। পাশাপাশি দক্ষিণের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা।
এদিকে, উত্তরবঙ্গে আগামিকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। আগামিকাল দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হবে শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহারে। তাছাড়া উত্তরে কোথাও কোনও সতর্কতাও জারি করেনি আবহাওয়া দফতর।