নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় ‘মোকা’র পর জুন মাসের শুরুতেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা জানিয়েছিল মৌসম ভবন। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আরব সাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হতে পারে। এবার জানা গেল ‘বিপর্যয়’ কোথায় আছড়ে পড়বে? ভারতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি না তা নিয়েও বিস্তারিত জানাল আবহাওয়া দফতর।
আরও পড়ুন: আবহাওয়ার উন্নতির কোনও সম্ভাবনা এখনই নেই, কি বলছে হাওয়া অফিস
আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বুধবার ভোরেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি শক্তি সঞ্চয় করে ক্রমশ গুজরাট উপকূলের দিকে এগিয়ে যাবে। ১৭০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং পূর্ব মধ্য আরব সাগরের ঘূর্ণিঝড় বিপর্যয় তৈরি হয়েছে। ‘বিপর্যয়’ কতটা ধ্বংসলীলা তৈরি করবে এবং কোন উপকূলে শেষ পর্যন্ত আছড়ে পড়বে তা নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।
জানা গিয়েছে, ভারতবর্ষের এক উপকূল শহর মুম্বই ঘূর্ণিঝড় থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। অন্যদিকে, পাকিস্তানের বন্দর শহর করাচি থেকে ১ হাজার ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। পাকিস্তানের দক্ষিণ করাচিতে ১,৪৯০ কিলোমিটার এলাকা জুড়ে নিম্নচাপ বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে ‘বিপর্যয়’ ভারতের উপকূল এলাকাগুলিতে নয়, পাকিস্তানে আছড়ে পড়বে।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে বর্ষা দেরিতে আসার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে কর্ণাটক, গুজরাট, গোয়া, মহারাষ্ট্র উপকূল এলাকাগুলিতে ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শক্তি সঞ্চয় করছে ‘বিপর্যয়’, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে?
