নজরবন্দি ব্যুরোঃ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পর ওয়ানডে সিরিজের আগেও খারাপ খবর এল অস্ট্রেলিয়া শিবিরে। এমন এক খবর স্মিথদের শিবিরে পৌঁছাল যা অস্ট্রেলিয়ার জন্য কখনই ভালো নয়। দিল্লিতে দ্বিতীয় টেস্টের পর দেশে ফিরে যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।
আরও পড়ুনঃ টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনাল নিয়ে অগ্রিম প্রস্তুতির কথা জানালেন রোহিত
তিনি তৃতীয় ও চতুর্থ টেস্ট খেলতে পারেননি। এবার ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েছেন প্যাট কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে প্যাট কামিন্স ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবেন না এবং একদিনের সিরিজ চলাকালীন তিনি ভারতে আসছেন না।
ফলে ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকবেন স্টিভ স্মিথই। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ”প্যাট এখনই ফিরছে না। দেশে এখন থাকবে কামিন্স। ওর পরিবারের জন্য সহানুভূতি রয়েছে আমাদের।” কামিন্স ছারাও চোটের জন্য ছিটকে গিয়েছেন জশ হ্যাজলউড ও ঝাই রিচার্ডসনও।
রিচার্ডসনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ন্যাথান এলিসকে। কনুইয়ের হাড়ে চিড় ধরায় টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে যেতে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। বাঁ হাতি স্পিনার অ্যাশটন আগারও চলে গিয়েছিলেন দেশে। ওয়ানডে সিরিজে ফিরছেন তাঁরা।
খারাপ খবর অজি শিবিরে, ওয়ানডে খেলতে ফিরছেন না কামিন্স, অধিনায়ক স্টিভ স্মিথই
দীর্ঘ চোট আঘাত সারিয়ে ওয়ানডে সিরিজে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচগুলি হবে যথাক্রমে মুম্বই, বিশাখাপত্তনম ও চেন্নাইয়ে।