নজরববন্দি ব্যুরোঃ বয়েস যখন সবে ১৯, সদ্য যুবক অন্য জন সবে ১৮ ছুই ছুই, দুজন দুজনের প্রেমে পড়লেন, প্রেমের পরিণতি বিয়ে অবধি নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পরিবার বাধা হয়ে দাড়াল। তবে অবশেষে শেষ বয়েসে পরিণতি পেল তাঁদের প্রেম।
আরও পড়ুনঃ আরও ১১ জনের রিপোর্টে অ্যাডিনো সংক্রমণের অস্তিত্ব মিলল, সতর্কতা বাড়ানোর আর্জি
সালটি ছিল ১৯৬৩ । যুবক অ্যালব্রাইটন এবং যুবতী জেনেট স্টিয়ার, একজন ১৯ এবং একজন ১৮, দুজনের ব্রিটেনে থাকতেন। কোন এক কারণে দুজনেই সেদিন নিউপোর্টের সেন্ট মেরি’জ় হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানেই প্রথম দেখায় তাঁদের একে ওপরকে ভাল লেগে যায়। এর পর শুরু হয় আলাপ এবং আলাপ থেকে প্রেম, প্রেম থেকে ভালবাসা। দুজন দুজন কে বিয়ে করার সিদ্ধান্ত নেই, কিন্তু জেনেটের পরিবার তাঁদের এই সম্পর্ক মেনে নেননি, এদিকে তখনকার দিনে ব্রিটেনে মেয়েদের বিয়ের বয়স ছিল ২১ ফলে তারা নিজেরাও বিয়ে করতে পারেনি।
পরিস্থিতির চাপে এবং সময়ের স্রোতে তাঁদের দুজনেরই অন্য মানুষের সাথে বিয়ে হয়, কিন্তু তাঁরা একে অপরকে ভুলতে পারেনা, কিছু দিন আগে হটাত ই তদের আবার আলাপ হয় একে অপরের সঙ্গে। বয়েস এখন ৭৯, এবং ৭৮ কিন্তু সেটা তাঁদের কাছে কোন বাধা নয় তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
যৌবনের প্রেম স্বীকৃতি পেল শেষ বয়েসে, অনুপ্রেরিত যুব সমাজ
আবার প্রমাণ মিলল সত্যিই বয়েস টা একটা সংখ্যা মাত্র, ৬০ বছর পর নিজেদের প্রেমের স্বীকৃতি দিয়ে ইতিহাসে নজির গড়ে রাখল দম্প্রতি। দম্প্রতি জানিয়েছে তাঁরা দুজন দুজনকে পেয়ে খুব খুশি, সতিই তাঁদের স্বপ্ন সত্যি হল।