নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি! নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীর। ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ দুই বিধায়ক মানিক ভট্টাচার্য ও জীবনকৃষ্ণ সাহা। শুধু তাই নয়, তদন্তের জেরেই প্রকাশ্যে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুন: কতদূর এগোল লালন শেখের রহস্যমৃত্যুর তদন্ত? আদালতে রিপোর্ট পেশ
তবে এবার নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! আদালতে চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে সিবিআই জানাল যে, এই নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছে বাংলার আরও কয়েক জন বিধায়ক এবং পুরপ্রতিনিধি (কাউন্সিলর)। আর সিবিআইয়ের এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল ছরিয়ে আদালত চত্বরে।

সিবিআইয়ের তরফে এদিন তদন্ত-রিপোর্ট জমা দেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তবে সেই রিপোর্টে কাদের নাম রয়েছে তা জানান হয়নি। আদালতে সিবিআইয়ের রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিজ্ঞেস করেন যে, “এই রিপোর্টে যাঁদের নাম রয়েছে তাঁরা তো সবাই মহাপুরুষ! এনাদের কবে জিজ্ঞেস করবেন?” এরপরেই বিচারপতির উত্তরে সিবিআইয়ের কর্তা বলেন, “কয়েক জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে দুটি মামলা সুপ্রিমকোর্টের নির্দেশের পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে বিচারপতি অমৃতা সিংহের এজলাসে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু বাকি মামলা এখনও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই আছে। তার মধ্যে অন্যতম এই উত্তরপত্র বিকৃতির মামলা। আর এই মামলাতেই গত ১১ সেপ্টেম্বর রিপোর্ট দেওয়ার কথা ছিল সিবিআইয়ের।