প্রায় নিয়ন্ত্রনে করোনা পরিস্থিতি, ক্রমশ সেরে উঠছে বাংলা। #CoronaUpdate

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ প্রায় নিয়ন্ত্রনে করোনা পরিস্থিতি, ভাইরাসের দ্বিতীয় ধাক্কা কাটিয়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। সে কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিছুদিনের মধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে নতুন প্রকল্প।

আরও পড়ুনঃ আগামীকাল ভারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে , সতর্কবার্তা জারি

আজ রাজ্য সরকার প্রদত্ত করোনা বুলেটিন অনুযায়ী রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে কলকাতায়। মহানগরে আজ আক্রান্ত হয়েছেন ৭৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এরপর রয়েছে উত্তর ২৪ পরগণা, এই জেলাতে আজ আক্রান্ত হয়েছেন ৫৬ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। ঠিক এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫০ জন, তবে মৃত্যু হয়নি কারও। আজও সব জেলাতে ১০০-এর নিচে সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়নি রাজ্যের ২০ টি জেলায়।

রাজ্যজুড়ে ২৪ ঘন্টায় সংক্রমন ধরা পড়েছে ৫১০ জনের শরীরে, আজকের আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ৪৯৬ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৬২৮ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে অনেকটাই বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৫ লক্ষ ১৫ হাজার ৭৮৯ জন।

রাজ্যে আজ করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের, যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭১। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ২৭ হাজার ১৫৯। ২৩ অগাস্ট রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৬৬ লক্ষ ৮৯ হাজার ২৯৩ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.২০ শতাংশ। দেখুন সার্বিক পরিসংখ্যান।

প্রায় নিয়ন্ত্রনে করোনা পরিস্থিতি, ভাইরাসের দ্বিতীয় ধাক্কা কাটিয়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছে পশ্চিমবঙ্গ।

প্রায় নিয়ন্ত্রনে করোনা পরিস্থিতি, ক্রমশ সেরে উঠছে বাংলা। #CoronaUpdate

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রথম দফায় নজির গড়ল বাংলা, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান এরাজ্যে, বিকেল ৫ টা পর্যন্ত কোথায় কত?

প্রথম দফায় নজির গড়ল বাংলা, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান এরাজ্যে, বিকেল ৫ টা পর্যন্ত...

নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, শুক্রবার প্রথম দফার ভোটে বিকেল ৫ টা পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে কোচবিহারে, ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫.৩৩ শতাংশ, জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস্যা নেই, সাফ জানালেন রোহিত

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস্যা নেই, সাফ জানালেন রোহিত

আমি সব সময় খেলতে আগ্রহী। দুই দেশের মধ্যে ক্রিকেট যুদ্ধ তখন দেখার মতো হবে। আমরা ওদের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে খেলেছি। নিছক ক্রিকেটীয় ভিত্তিতে বলছি, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস‌্যা নেই।”
দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির 'সাজানো' ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির ‘সাজানো’ ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর ইন্ধনেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের। তাঁরা উদয়নের গাড়ি আটকে দিলেন।
সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

উত্তরবঙ্গের (North Bengal) উপরের কয়েকটি জেলায় যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িটে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের নীচের তিন জেলায় মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আজ ১৯ এপ্রিল। শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। একদিকে যখন বাংলায় ভোটদানের হার সাংঘাতিক রকম ভালো সেখানে নাগাল্যান্ডের ৬ জেলায় প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল।

Lifestyle and More...