কিভাবে কাজ করবে ভ্যাকসিন? বিশ্বকে স্বস্তি দিয়ে জানাল রাশিয়া।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ কিভাবে কাজ করবে ভ্যাকসিন। সব সংশয় দূর করে জানাল রাশিয়া। রাশিয়ায় শুরু হয়েছে সমস্ত রকমের প্রস্তুতি। কোভিড-১৯ কে রুখতে সক্ষম তাঁদের ভ্যাকসিন বলে দাবি জানিয়েছে রাশিয়া। ১২ই আগস্ট অর্থাৎ পরশু ভ্যাকসিনের আত্মপ্রকাশের। গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি এন্ড মাইক্রোবায়োলজি এই ভ্যাকসিন বাজারে আনতে চলেছে। জানা যাচ্ছে, এই ভ্যাকসিনটি সংক্রমণ আটকাতে পুরোপুরি সক্ষম। কিন্তু কীভাবে কাজ করবে এই ভ্যাকসিন? সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিল রাশিয়া।

আরও পড়ুনঃ রাজ্যে একদিনে মৃত্যু চার দিকপাল চিকিৎসকের; শোকস্তব্ধ বাংলা।

কিভাবে কাজ করবে ভ্যাকসিন। রাশিয়া জানিয়েছে তাঁদের ভ্যাকসিনের প্রয়োগে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। ইতিমধ্যে বুরডেকো হাসপাতালে টেস্টও করা হয়েছে। গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা যুদ্ধে প্রথম সারিতে থেকে যারা লড়াই করছেন তাঁদের সর্বপ্রথম এই ভ্যাকসিন দেওয়া হবে। মস্কোর গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, এই ভ্যাকসিন কিছু নিষ্প্রাণ পার্টিকলস তৈরি করবে। যা শরীরের অ্যাডিনো ভাইরাসের উপস্থিতির কারনে তৈরি হবে। এবং সেখান থেকেই তৈরি হবে করোনা মোকাবিলার অ্যান্টিবডি।

গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে তাঁদের ভ্যাকসিন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট বিবৃতি দিয়ে জানিয়েছে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিন ধারকের শরীরে জ্বর আসতে পারে। যেহেতু এটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে কাজ শুরু করবে সেকারনেই আসতে পারে জ্বর। সাধারণ প্যারাসিটামল খেলেই এই জ্বর চলে যাবে বলে জানিয়েছেন গবেষকরা।

আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন তিনি নিজে ও তাঁর সংস্থার গবেষকরা প্রথম এই ভ্যাকসিন নেবেন। তারপর জনগন কে ভ্যাকসিনেশনের কাজ শুরু করবে রাশিয়া সরকার। অক্টোবরের মধ্যেই প্রত্যেকে পেয়ে যাবেন করোনা ভাইরাসের ভ্যাকসিন বলে জানিয়েছে রাশিয়া সরকার। মস্কো জানিয়েছে আগামী পরশু অর্থাৎ ১২ই আগস্ট বিশ্ববাসীর জন্যে তাঁরা উপহার দেবেন করোনা ভাইরাসের প্রথম প্রতিষেধক।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নজর কাড়লেন 'কমরেড' অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

নজর কাড়লেন ‘কমরেড’ অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

আর এদিন অধীরকে কেউ আগে থেকে না চিনলেই ধরতেই পারতেন না যে তিনি কংগ্রেস নেতা। কাস্তে-হাতুড়ি-তারার সাদা উত্তরীয় গলায় দিয়ে অধীরকে কোনও অংশেই 'কমরেড'-এর চেয়ে কম মনে হয়নি। বরং মনে হচ্ছিল তিনি যেন দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতা!
এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

আমাদের দিদা ঠাকুমারা বলতেন, টক খেলে গায়ে রোদ লাগে না। কথাটা একদমই ভুল নয়। শরীর ঠাণ্ডা করতে সাহায্য করে কাঁচা আম। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কম। জেনে নিন কীভাবে বানাবেন?
জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

ভোট বড় বালাই! জনগণের আস্থা অর্জন করতে যে কখন কি করতে হয় জনপ্রতিনিধিদের তা তাঁরা নিজেও জানেন না। ঠিক সেরকমই বিরল দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ায়। সেখানের বিদায়ী সাংসদ সুভাষ সরকার একেবারে মগে করে জল নিয়ে রীতিমতো যত্নের সঙ্গে স্নান করিয়ে দিলেন এক ভদ্রলোককে!
রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

আগামীকাল, শুক্রবার থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ। এবার শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। 
'ঘরছাড়া' শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

‘ঘরছাড়া’ শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

এবার নাম জড়াল বিটকয়েন জালিয়াতি মামলায়। এর জেরে তারকা দম্পতির একশো কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। যার মধ্যে শিল্পা ও রাজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে।

Lifestyle and More...