Covid Update: দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২০ হাজারের উপরে, বাংলায় ১২৮৪

দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২০ হাজারের উপরে, বাংলায় ১২৮৪
দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২০ হাজারের উপরে, বাংলায় ১২৮৪

নজরবন্দি ব্যুরোঃ গত দু’দিন ধরে করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা বেড়ে ২০ হাজারের উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টাতেও কোভিডের দৈনিক সংক্রমণের রেখচিত্রে কোনও হেরফের দেখা যায়নি। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৪০৮ জন। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪০ লক্ষ ১৩৮ জন।

আরও পড়ুনঃ ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারাও, নজরে বস্ত্র বিপনীর কোম্পানি

অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৪৩ হাজার ৩৮৪ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৩১২।

দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২০ হাজারের উপরে, বাংলায় ১২৮৪

দেশে দৈনিক সংক্রমণের তালিকায় এখন প্রথন স্থানে আছে কর্নাটক। গত ২৪ ঘণ্টায় কর্নাটকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,১৩০। এর পরে রয়েছে মহারাষ্ট্র (১,৯৯৭), তামিলনাড়ু (১,৬২৪),কেরল  (১,৬০৯) ও পশ্চিমবঙ্গ (১,২৮৪)। দেশের রাজধানীতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১,২৪৫। গত এক মাসে এটাই দিল্লির দৈনিক সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ।

6 25

করোনার সাথে মুকাবিলা করার জন্য দরকার টিকা। সেই মতো দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৪ কোটি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ৩৪ লক্ষ। ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ায় টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে বলেই খবর।

5 23

দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২০ হাজারের উপরে, বাংলায় ১২৮৪

টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৪ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।