নজরবন্দি ব্যুরোঃ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি ২০২৩-এর হাই ভোল্টেজ ম্যাচ। চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। কিন্তু ম্যাচ শুরুর আগেই তৈরি হল বিতর্ক।
আরও পড়ুনঃ নজির গড়ল মমতার সরকার, চার বছরে কৃষকদের ১২ হাজার কোটি
আর তার কেন্দ্রবিন্দুতে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। আজ সূর্য কুমারের জীবনে প্রথম টেস্ট খেলার দিন। সেই কারণে টেস্ট শুরুর আগে সূর্যকে টেস্টের টুপি দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এই ঘটনা নিয়েই শুরু বিতর্ক।
দলে কোনও ক্রিকেটারের অভিষেক হলে সাধারণত দলের মধ্যে থেকেই কেউ তাঁকে স্বাগত জানিয়ে টুপি দেন। সেটা অধিনায়ক, সহ-অধিনায়ক, কোচ বা সাপোর্ট টিমের কেউ হতে পারেন। আবার অন্য কোনও ক্রিকেটারও হতে পারেন।
কিন্তু দলের বাইরে থেকে কেউ এসে এই কাজ করছেন, সেটা দেখা যায় না। দ্রাবিড় থাকার পরেও কেন শাস্ত্রীকে এই সুযোগ দেওয়া হল সেটা নিয়েই উঠছে প্রশ্ন। যেখানে তিনি দলের কেউ নন, সেখানে কেন শাস্ত্রীকেই ডাকা হল।
সূর্যকে টেস্ট টুপি পরিয়ে দিলেন শাস্ত্রী! টেস্ট শুরুর আগেই জোর বিতর্ক ভারতীয় ক্রিকেটে
প্রাক্তন ক্রিকেটার হিসাবে শাস্ত্রীকে এই সম্মান দেওয়া হলে ধারাভাষ্যকারদের মধ্যে তো সুনীল গাওস্কররাও ছিলেন। তা হলে শুধু শাস্ত্রী কেন? এই নিয়েই শুরু নতুন বিতর্ক।